বিজেপিকে পছন্দ জয়দীপের, শুরু করলেন রাজনৈতিক জীবন

বরাক তরঙ্গ, ৩ মার্চ : সরাসরি রাজনীতি যোগদান করলেন উদীয়মান যুবক তথা সমাজকর্মী জয়দীপ চক্রবর্তী। তিনি বিজেপিতে যোগদান করেন। শনিবার শিলচর ইটখলার বিজেপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগদান এবং তাঁকে স্বাগত জানান শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলা সভাপতি বিমলেন্দু রায় সহ অন্যান্য।

জয়দীপ চক্রবর্তী একজন বিশিষ্ট সমাজকর্মী এবং সংস্কৃতি কর্মীও। বিভিন্ন সময়ে তিনি জনগণের পাশে দাঁড়িয়ে নজির সৃষ্টি করেছেন। অতি মহামারী করোনা চলাকালীন এবং পরবর্তীতে ভয়ঙ্কর বন্যার সময় অসহায় লোকদের পাশে দাঁড়িয়ে সাহায্য ও সহযোগিতা করেছেন। এছাড়াও বেরেঙ্গার মহিষার বিলের স্লুইস গেট  নির্মাণ আন্দোলনের এক সৈনিক ছিলেন। নিজস্ব সংগঠন ছাড়াও শিলচর শহরের বেশ কয়টি সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন জয়দীপ।

তিনি বিজেপিতে যোগদান করে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, বিজেপি সরকারের উন্নয়ন দেখে তিনি দলের প্রতি আকৃষ্ট হয়েছেন। ভবিষ্যতেও জেলার উন্নয়নে তিনি বিজেপির এক সাধারণ কর্মী হিসেবে কাজ করে যাবেন। এও বলেন বিজেপিতে যোগদান করে সরাসরি রাজনৈতিক জীবন শুরু করেছেন তিনি।

Author

Spread the News