সাংবাদিক মিলন উদ্দিন লস্করকে সংবর্ধনা লায়ন্স ক্লাব শিলচর ভ্যালি ভিউর

বরাক তরঙ্গ, ১৮ নভেম্বর : জাতীয় প্রেস দিবস উপলক্ষে লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ, বরাক উপত্যকার প্রবীণ সাংবাদিক তথা দৈনিক সাময়িক প্রসঙ্গ পত্রিকার জ্যেষ্ঠ সহকারি সম্পাদক মিলন উদ্দিন লস্করকে সাংবাদিকতার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানিত করল। ক্লাবের সভানেত্রী বান্দিতা ত্রিবেদী রায়, মিনারা লস্কর, সাহিন আখতার মজুমদার এবং সঞ্জীব রায় সাংবাদিক লস্করের শিলচর মালুগ্রামের বাসভবনে গিয়ে উত্তরীয় ও স্মারক তুলে দিয়ে সম্মাননা প্রদান করেন।

লায়ন্স ক্লাব শিলচর ভ্যালি ভিউর সদস্য সঞ্জীব রায় বলেন, কাছাড় জেলার এক প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে সাংবাদিক লস্কর দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে সাংবাদিকতার পাশাপাশি সমাজসেবামূলক কাজকর্ম করে শিলচর সহ  উপত্যকার সর্বস্তরের এক সুপরিচিতি নাম। সুনামধন্য এই  সাংবাদিককে সংবর্ধিত করতে পেরে লায়ন্স ক্লাব ধন্য। সংবর্ধনার জবাবে মিলন উদ্দিন লস্কর ক্লাব সভানেত্রী বন্দিতা রায় ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *