বিহার জয়ের উল্লাসে সংগ্রহ করতে গিয়ে আহত সাংবাদিক

বরাক তরঙ্গ, ১৫ নভেম্বর : বিজয়োল্লাসের সংবাদ সংগ্রহ করতে গিয়ে আহত হন সাংবাদিক আশিস দাস। শুক্রবার রাতে শিলচরে বিজেপির উল্লাস অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে আতসবাজিতে আহত হয়েছেন তিনি। নিউ শিলচর এলাকায় বিজেপির নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে বিহার জয়ের আনন্দে মাতোয়ারা হয়ে উঠেন। সেসময় আতসবাজি তাঁর মাথায় আঘাত করায় গুরুতর আহত হন তিনি। ঘটনা প্রত্যক্ষ করে বিধায়ক দীপায়ন চক্রবর্তী তড়িঘড়ি তাঁকে চিকিৎসার ব্যবস্থা করেন। এমনকি বিধায়কের তরফে সম্পূর্ন ওষুধপত্রও সাংবাদিকের হাতে তুলে দেওয়া হয়। বিধায়কের সহায়তায় বর্তমানে তিনি সুস্থ হয়ে উঠেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *