রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১৭ ডিসেম্বর : কাছাড় পুলিশ নেশা বিরোধী অভিযান চালানোর সময় কাছাড় জেলার জিরিঘাট অঞ্চলে এনএল ০১ এজি ৬৩৩৪ নম্বরের একটি ট্রাক গাড়ি তল্লাশি চালিয়ে ৫০ কার্টন বিদেশি সিগারেট বাজেয়াপ্ত করে। পুলিশ সঙ্গে মহারাষ্ট্রের বাসিন্দা দিগম্বার ভিভাকার নামের এক যুবকে আটক করা হয়। বাজেয়াপ্ত করা বিদেশি সিগারেটের কালো বাজার মূল্য ১কোটি টাকা হবে বলে জানান অ্য়াডিশনাল ক্রাইম রজতকুমার পাল।
এদিকে, আটক করা ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান অ্যাডিশনাল ক্রাইম রজতকুমার পাল।


