সোনাইয়ে জাতীয় প্রেস দিবসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও সংবর্ধনা_____
বরাক তরঙ্গ, ১৬ নভেম্বর : দেশের গণতন্ত্র ও সংবিধানকে রক্ষা করতে পারে একমাত্র গণমাধ্যমই। রবিবার জাতীয় প্রেস দিবসে সোনাইয়ে সাংবাদিকদের শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন অসম প্রদেশ কংগ্রেসের সম্পাদক জাবেদ আক্তার লস্কর। সোনাবাড়িঘাট দ্বিতীয় খণ্ডে এক বিবাহ ভবনে আয়োজিত অনুষ্ঠানে বৃহত্তর সোনাইয়ের প্রায় কুড়িজন সাংবাদিককে সংবর্ধনা জানান কংগ্রেস নেতা জাবেদ আক্তার।
অনুষ্ঠানে কথা প্রসঙ্গে লস্কর বলেন, বন্দুক দিয়ে নয়, কলম দিয়েই সমাজকে এগিয়ে নেওয়া হয়। স্বাধীনতা আন্দোলন ও পরবর্তীতে দেশ গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। তা অস্বীকার করা যাবে না। জাবেদ আক্তার আগামী বিধানসভা নির্বাচনে সোনাই কেন্দ্রের কংগ্রেসের টিকিট প্রত্যাশিও। টিকিটের দাবিদার হওয়ার পর থেকে একাংশ রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। কেউ আবার ‘ডেমি’ বলে কটাক্ষ করছেন। এ নিয়ে তিনি মত ব্যক্ত করে বলেন ‘ডেমি’ শব্দটা তাঁর কাছে ভাগ্যের প্রতীক। বলেন, পলিটেকনিকে পড়ার সময় ইউনিয়ন নির্বাচনে সহপাঠীরা তাঁকে জোর করে সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করিয়ে ছিলেন। আর সেসময় বিরোধীরা তাঁকে ‘ডেমি’ বলে প্রচার শুরু করেন। এরপর তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে জয়ী হন। ২০১০ সালে এনএসইউ জেলা সভাপতি নির্বাচিত হওয়ার সময় একই শব্দ শুনছেন। তখনও তিনি জয়ী হন। ২০১৮ সালে যুব কংগ্রেসের নির্বাচনে একই আওয়াজ কানে পৌঁছে। আর ২০২৬ এ বিধানসভা নির্বাচনে লড়বেন সে ইচ্ছা প্রকাশ করার পর কিছু নেতাদের মুখে একই শব্দ। তিনি বলেন, এই শব্দ শুনলে মনে করেন তিনি রণক্ষেত্রে রয়েছেন।

টিকিট না পেলে কী করবেন সাংবাদিকদের প্রশ্নে বলেন, আজ যেস্থানে তিনি রয়েছেন তার পেছনে দল। দলই তাকে জাবেদ আক্তার হিসেবে পরিচয় দিয়েছে সমাজে। টিকিট না পেলে দল বিরোধী অবস্থানে কখনও যাবেন না। উল্টো নিজেকে দলের কাজে আরও বেশী করে জড়িয়ে রাখবেন। সম্প্রতি বিহারের ফলাফলে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, অসম আর বিহারকে এক চোখে দেখলে হবে না। অসম হল ভিন্ন সম্প্রদায়ের বসবাস। এবং অসমবাসী পরিবর্তন চাইছেন। তিনি বলেন, বিটিসি সরকারের ভোটাররা পরিবর্তন চেয়েছেন বলে সরকার বদল হয়েছে।
এ দিনের মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে ছিলেন সোনাই প্রেসক্লাবের সভাপতি মিলন উদ্দিন লস্কর, সাধারণ সম্পাদক মজবুল হক লস্কর, আব্দুল হক, মনজুর আহমদ বড়ভূইয়া, ইকবাল বাহার লস্কর, আশু চৌধুরী, নুর ইসলাম চৌধুরী, ফয়জুর রহমান লস্কর, আবুল কালাম লস্কর, জামাল লস্কর, সরিফ লস্কর, সাবির মজুমদার প্রমুখ। এ ছাড়া উপস্থিত ছিলেন সোনাই আঞ্চলিক পঞ্চায়েত সভাপতির প্রতিনিধি রিপন আহমদ লস্কর (রিপন), জেলা পরিষদ সদস্য সাহিন লস্কর, সোনাবাড়িঘাট জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি রাকিব হোসেন মজুমদার (রাকা), সোনাবাড়িঘাট এপি সদস্য আমির হোসেন লস্কর, গ্রুপ সদস্য মাহমুদ হোসেন বড়ভূইয়া সহ আরও অনেকে।


