বাজারিছড়াতে যাত্ৰা জ্যোতিকা অপটিক্যাল হাউসের, ২৩ জানুয়ারি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির

বরাক তরঙ্গ, ১ জানুয়ারি : নয়া বছরের শুরুতেই বাজারিছড়াতে যাত্ৰা শুরু করল জ্যোতিকা অপটিক্যাল হাউস। রবিবার ফিতা কেটে অপটিক্যাল হাউসের দ্বারোদ্ঘদটন করেন লোয়াইরপোয়া জেলা পরিষদ সদস্যা সহেলি দে ও বাজারিছড়া জিপি সভাপতি যোগমায়া পাল। উদ্ঘাটনের পর কর্ণধার সুদীপ পাল সাংবাদিকদের জানান, তার দীর্ঘ দিনের স্বপ্ন ছিল গ্রামীণ এলাকার মানুষের জন্য সেবামুলক কিছু করার। সেই চিন্তা ভাবনা থেকে তিনি বেছে নেন অসম-মিজোরাম-ত্রিপুরা সীমান্ত ঘেঁষা প্রত্যন্ত বাজারিছড়া এলাকা। তি‌নি এও বলেন, এখানে বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে কম্পিউটারের মাধ্যমে চক্ষু পরীক্ষা করা হবে। গরীব মানুষের জন্য নুন্যতম ফি দিয়ে চিকিৎসা সেবা প্রদানের সুযোগ রয়েছে। তাছাড়া গরীব লোকদের চোখের অপারেশনের প্রয়োজন হলে অতি সাশ্রয়মুল্যে করানোর ব্যবস্থা করবেন। এমন কি প্রয়োজনে বিনামূল্যে অপারেশনের করার ব্যবস্থা নেবেন তিনি। এখা‌নে সপ্তাহে তিন দিন সিনিয়র চিকিৎসকরা থাকবেন এবং এমনিতে প্রতিদিন জুনিয়র ডাক্তার থাকবেন।

সুদীপবাবু আরও বলেন, সম্পূৰ্ণ সেবামূলক মানসিকতা নিয়ে এই প্রতিষ্ঠান করেছেন। তাই সবার সহযোগিতা কামনা করেছেন। আগামী ২৩ জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির করা হবে বলে জানান।

বাজারিছড়াতে যাত্ৰা জ্যোতিকা অপটিক্যাল হাউসের, ২৩ জানুয়ারি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির

এদিন লোয়াইরপোয়া মণ্ডল বিজেপি সভাপতি হৃষিকেশ নন্দী ও বাজারিছড়া জিপি সভাপতির প্রতিনিধি সূচরীত পাল অপটিকেলটির কর্ণধার সুদীপবাবুর এই উদ্যোগের প্রশংসা করেন। তাঁরা বলেন, বৃহত্তর লোয়াইর‌পোয়া ব্লক এলাকা থেকে কেউ চক্ষু পরীক্ষা করাতে হলে করিমগঞ্জ জেলা সদর নতুবা শিলচর ছুটে যেতে হত। এতে মানুষ অনেক ঝামেলা পোহাতেন। বর্তমানে বাজারিছড়াতে এই সুবিধা উপলব্ধ হওয়ার জন্য স্থানীয়রা উপকৃত হবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীহারকান্তি ভট্টাচার্য, বাজারিছড়া জিপির সহসভাপতি রজত নাগ, মানিক চক্রবর্তী, অরুন দাস, সুজিত পাল, সরজিত পাল, অলক দে, বুলু চন্দ, সন্দীপ পাল, মিটন রায়, টুবলু পাল প্রমুখ। উল্লেখ্য, রবিবার প্রায় কুড়ি জন লোক চক্ষু পরীক্ষা করিয়েছেন।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News