জাতি দাঙ্গা : লক্ষীপুরের প্রতিটি মণিপুরী গ্রামে দুই ঘণ্টার বিক্ষোভ

বরাক তরঙ্গ, ৫ জুলাই : দীর্ঘ প্রায় আড়াইমাস থেকে অঘোষিত গৃহযুদ্ধ, অশান্তি, গোষ্ঠি সংঘর্ষ অব‍্যাহত রয়েছে পাশ্ববর্তী মণিপুর রাজ‍্যে। প্রতিনিয়ত খুন, হামলা চলছে।  এপর্যন্ত শতশত মানুষের প্রাণহানি হয়েছে। হাজার হাজার মানুষ গৃহহারা হয়ে অন‍্যান‍্য রাজ‍্যে আশ্রয় নিয়েছেন। হাটবাজার, ইন্টারনেট পরিষেবা সহ বিভিন্ন পরিষেবা বন্ধ রয়েছে মণিপুর রাজ‍্যে। স্বাভাবিক জীবন যাপন একেবারে বিপন্ন। অশান্তি বিরাজ করছে উত্তর পূর্বের রাজ‍্যটিতে। সে রাজ‍্যের অশান্তির পরিবেশ কাটিয়ে শান্তির পরিবেশ ফিরিয়ে আনতে বুধবার বরাক উপত‍্যকার তিনটি জেলার প্রতি প্রত‍্যেক মণিপুরি সম্প্রদায় অধ‍্যুষিত গ্রামাঞ্চলে ধরনা কর্মসূচি পালন করা হয়।

জাতি দাঙ্গা : লক্ষীপুরের প্রতিটি মণিপুরী গ্রামে দুই ঘণ্টার বিক্ষোভ

বুধবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত দুই ঘন্টা ধরনা কর্মসূচি পালন করা হয়। মণিপুরি সম্প্রদায়ের বিভিন্ন সামাজিক সংগঠনের যৌথ উদ‍্যোগে ও মণিপুরি কানবা লুপ সংগঠনের ব‍্যবস্থাপনায় মণিপুর রাজ‍্যে শান্তি প্রতিষ্ঠার দাবিতে লক্ষীপুর এলাকার প্রত‍্যেক মণিপুরি গ্রামে ধরনা কর্মসূচি পালন করা হয়। পালোরবন্দে রুর‍্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন ও পানথৈবি মৈরা লুপ সংগঠনের সহযোগিতায় শতাধিক মহিলা ধরনায় অংশগ্রহণ করেন। বাঁশকান্দি করৈকান্দিতে নাহা লৌমি মারূপ ক্লাব ও মৈরা পাইবি সংগঠনের মহিলারা ধরনা কার্যসূচি পালন করেন বলে জানিয়েছেন ক্লাবের আইনি উপদেষ্টা আইনজীবী এফ লোকনাথ সিংহ। লক্ষীপুরের অন‍্যান‍্য গ্রামে ও মণিপুর রাজ‍্যে শান্তির দাবিতে ধরনা কর্মসূচি আয়োজিত হয়।
প্রতিবেদক : কেএইচ লস্কর, লক্ষীপুর।

Author

Spread the News