জনতা কলেজের হীরক জয়ন্তী উৎসব ১১-১২ মে, প্রাক্তনীদের সভায় 

বরাক তরঙ্গ, ১০ মার্চ : দক্ষিণ কাছাড়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাবুগঞ্জ জনতা কলেজের হীরক জয়ন্তী উৎসব আগামী ১১ ও ১২ মে অনুষ্ঠিত হবে। রবিবার কাবুগঞ্জ জনতা কলেজ প্রাঙ্গনে কলেজ কর্তৃপক্ষ এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন প্রাক্তনী সমিতির সভাপতি অধ্যাপক স্বপন শুক্লবৈদ্যের পৌরহিত্যে আয়োজিত সভায় কলেজের হীরক জয়ন্তী উৎসব উপলক্ষে প্রাক্তনী সমিতির সম্ভাব্য কর্মসূচি, প্রাক্তনী সমিতির পঞ্জীয়ন ও অন্যান্য সাংগঠনিক বিষয়বস্তু নিয়ে আলোচনা হয়েছে।

কাবুগঞ্জ জনতা কলেজ প্রাক্তনী সমিতির সভা অনুষ্ঠিত_____

এদিন প্রাক্তনী সংস্থার সভাপতি স্বপন শুক্লবৈদ্য জানান, কলেজের হীরক জয়ন্তী উৎসবকে সামনে রেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, আগামী ৮ এপ্রিল জনতা কলেজ ৬০ বছরে পা রাখবে কিন্তু বিশেষ অসুবিধার কারণে ঐদিন অনুষ্ঠান করা সম্ভব না হওয়াতে আগামী ১১ ও ১২ মে হীরক জয়ন্তী উৎসব পালনের সিদ্ধান্ত গ্ৰহণ করা হয়েছে। স্বপনবাবু বলেন, এব্যাপারে প্রাক্তনীদের সঙ্গে যোগাযোগ করে ফাণ্ড কালেকশন করার প্রস্তাব নেওয়া হয়েছে। সেই সাথে আগামীদিনে হীরক জয়ন্তী উৎসব সহ কলেজের বিভিন্ন অনুষ্ঠানে প্রাক্তনীদের বেশি সংখ্যক উপস্থিতি নিয়ে যোগাযোগ করার জন্য কমলেশ দাশ ও পার্থ প্রতীম পালের উপর দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান। তাছাড়াও প্রাক্তনী সমিতির পঞ্জীয়ন তৈরি করার ব্যাপারে একটি রূপরেখা তৈরির জন্য কমলেশ দাশের উপর বিশেষ দায়িত্ব অর্পণ করা হয়েছে বলে জানান স্বপনবাবু।

জনতা কলেজের হীরক জয়ন্তী উৎসব ১১-১২ মে, প্রাক্তনীদের সভায় 

এদিকে, কলেজের প্রাক্তনী সমিতির সম্পাদক অধ্যাপক অনুপকুমার দে জানান কলেজের সার্বিক উন্নয়নই আমাদের লক্ষ্য। কলেজের হীরক জয়ন্তী উৎসব হোক কিংবা যেকোন বিষয় সকল প্রাক্তনীদের তারজন্য এগিয়ে আসতে হবে এবং সকলের সম্মিলিত প্রয়াস আগামীদিনে জনতা কলেজকে মর্যাদাপূর্ণ স্থানে পৌঁছাতে সাহায্য করবে বলে জানান, অনুপবাবু। এদিন মাহবুবুর রহমান লস্করকে প্রাক্তনী সমিতির সহ সম্পাদক হিসাবে দায়িত্ব অর্পণ করা হয় বলে জানান তিনি। 

উল্লেখ্য, এদিনের সভায় স্বপন শুক্লবৈদ্য ও অনুপকুমার দে ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তনী সমিতির কোষাধ্যক্ষ অমিয়কান্তি দাশ, সহকারী প্রচার সম্পাদক কমলেশ দাশ, যুগ্ম সম্পাদক মিহিরকান্তি ভট্টাচার্য, সাংস্কৃতিক সম্পাদক সব্যসাচী নাথ, অধ্যাপিকা মুন্নি দেব মজুমদার, অধ্যাপিকা উষারানি শর্মা, অধ্যাপক মাহবুবুর রহমান লস্কর, শিক্ষক কমলেন্দু শুক্লবৈদ্য, পার্থ প্রতীম পাল, প্রদীপ দাস সহ অন্যান্যরা। 

Author

Spread the News