মক্তবের কৃতী ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার ও শংসাপত্র বিতরণ জমিয়তের
বরাক তরঙ্গ, ১৪ জুলাই : ছবাহি মক্তব বার্ষিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার ও শংসাপত্র বিতরণ করল জমিয়ত উলামা হিন্দ। রবিবার উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা জমিয়ত উলামার অধীন নয়টি আঞ্চলিকের যৌথ উদ্যোগে এক পুরস্কার বিতরণী সভা কুর্তি মধ্য রাজনগর বরইতলি জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এতে প্রথমেই সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে পুরস্কার বিতরণী সভার সূচনা করা হয়। কুর্তি আঞ্চলিক জমিয়ত উলামার সভাপতি মওলানা কাজি আব্দুল কাইয়ুমের পৌরোহিত্যে অনুষ্ঠানে বিভিন্ন বক্তা ছবাহি মক্তব শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব আরূপ করেন। এতে বলা হয় ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ ধর্ম। এই ধর্মের মূল শিক্ষা হচ্ছে ছবাহি মক্তব শিক্ষা। এই শিক্ষা গ্রহণ করা মুসলমান প্রত্যেক নর-নারির জন্য একান্ত অপরিহার্য। কিন্তু বর্তমান সময়ে অনেক অভিভাবক এই শিক্ষাকে তেমন গুরুত্ব দিচ্ছেন না। অভিভাবকেরা যদি ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি গুরুত্ব না দেন, তবে তারা সঠিক শিক্ষা থেকে বঞ্চিত হবেন। মক্তব শিক্ষার প্রতি গুরুত্ব দিতে প্রত্যেক অভিভাবকদের প্রতি অনুরোধ জানান বক্তারা।
উল্লেখ্য, ২০২৪ সালের ছবাহি মক্তব বার্ষিক পরীক্ষায় বিশেষ স্থানাধীকারি কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কার হিসেবে এক একটি কোরান শরিফ, সার্টিফিকেট ও বিশেষ উপহার প্রদান করা হয়। অনষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি ধর্মনগর জেলা জমিয়ত উলামার সভাপতি মওলানা শায়েখ আব্দুল মোমিন, বিশেষ অতিথি জেলা জমিয়ত উলামার সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুস সবুর, শিক্ষাবিদ রহিম উদ্দিন, মওলানা মুফতি নুরুজ্জামান, মওলানা সিহাব উদ্দিন, মুফতি নঈম উদ্দিন, মওলানা হাফিজ আব্দুল কাইয়ুম, মওলানা মর্তুজা কামাল, মওলানা নুমান উদ্দিন, হানিফ মোহাম্মদ, এবাদুল করিম সহ বিশিষ্টজনেরা।