চতুর্থবার euro cup ঘরে তুলল স্পেন
১৫ জুলাই : ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে চতুর্থবার ইউরো কাপ জয় করল স্পেন। এবারও কাটল না ইংল্যান্ডের ইউরো জয়ের খরা। ৫৮ বছর পরেও সেই একই রয়ে গেল ইতিহাস। ফাইনালে চোকার্স তকমা ঘোঁচাতে পারলেন না হ্যারি কেনরা। ৪৭ মিনিটের মাথায় স্পেনের হয়ে প্রথম খাতা খোলেন নিকো উইলিয়ামস। ৭৩ মিনিটের মাথায় কোলে পালমারের গোলে সমতা ফিরিয়েছিল ইংল্যান্ড। কিন্তু শেষরক্ষা হয়নি। ৮৬ মিনিটের মাথায় স্পেনের হয়ে জয়সূচক গোলটি করে যান মিকেল ওয়্যারজাবাল। জয়ের ব্যবধান ২-১।
ইয়ুথ দল থেকে সিনিয়র দলের দায়িত্ব নিয়েই সাফল্য। ডেভিড ভিয়া, জাভি, ইনিয়েস্তার যুগের পর এল জামাল, উইলিয়ামসের যুগ। একজনের বয়স ১৬, অন্যজনের ২২। দুইয়ের যুগলবন্দিতে চ্যাম্পিয়ন স্পেন। ইউরো ফাইনালের সেরা নিকো উইলিয়ামস। অনবদ্য পারফরম্যান্স। সবচেয়ে বর্ষীয়ান অধিনায়ক হিসেবে ইউরো জয় আলভারো মোরাতার। ৩১ বছর ৮ মাসে এই নজির গড়লেন। এর আগে এই রেকর্ড ছিল ইগর ক্যাসিয়াসের। ৩১ বছর ১ মাসে জিতেছিলেন তিনি। এদিন তাঁকে ছাপিয়ে গেলেন মোরাতা। ইউরো কাপের ইতিহাসে সবচেয়ে সফল দল স্পেন। আরও দীর্ঘায়িত হল ইংল্যান্ডের ৫৮ বছরের অপেক্ষা। ১৯৬৬ সালের পর কোনও আন্তর্জাতিক ট্রফি নেই থ্রি লায়ন্সদের। এদিনও রানার্স তকমা নিয়েই থামতে হল। আগেরবার ইতালি, এবার স্পেন। তবে এদিন যোগ্য দল হিসেবেই চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টের প্রথম ম্যাচ থেকেই ধারাবাহিক। তাঁদের গতিশীল পাসিং ফুটবল নজর কাড়ে। পারফরম্যান্সের ভিত্তিতে ইউরোর সেরা দলের জয়।