জামালপুরের স্বপ্ন অধরা, মাতৃভূমি কাপে চ্যাম্পিয়ন ইসলামাবাদ

আশু চৌধুরী, শিলচর।
বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর : জামালপুরের স্বপ্ন অধরা রইল। ধলাই মাতৃভূমি ফুটবল টুর্নামেন্টে জামালপুর এফসি-কে টাইব্রেকারে  হারিয়ে চ্যাম্পিয়ন খেতাব অর্জন করল ইসলামাবাদ ইলেভেন ব্রাদার্স। রবিবার ধলাই বিএনএমপি স্কুলের মাঠে দু’টি দল একটি রোমান্সকর খেলা উপহার দিল প্রায় ৪০ হাজারের অধিক দর্শককে। ফাইনাল ম্যাচের শুরু থেকেই খেতাব দখলে দু’টি দলের লড়াই ছিল জোরদার। এক ঘণ্টার খেলায় আক্রমণ পাল্টা আক্রমণই চলছিল খেলয়াড়দের মধ্যে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কোন দলই গোল করতে পারেনি। গোলশূন্য খেলার মীমাংসা হয় টাইব্রেকার। ম্যাচের শুরু থেকে টাইব্রেকার পর্যন্ত ছিল উত্তেজনাপূর্ণ। অবশেষে ৮-৭ গোলে মাতৃভূমি কাপ নিজের দখলে নেয় ইসলামাবাদ ইলেভেন ব্রাদার্স। টাইব্রেকারে  জামালপুর এফসির গোলকিপার একটি ও ইসলাবাদ গোল কিপার দু’টি বল সেভ করেন।

জামালপুরের স্বপ্ন অধরা, মাতৃভূমি কাপে চ্যাম্পিয়ন ইসলামাবাদ
রানার্স দল।

উত্তেজনাপূর্ণ ম্যাচে এগিয়ে ছিল ইসলামাবাদ। ইসলামাবাদের খেলোয়াড়রা ১১ বার আক্রমণ করে এবং জামালপুর এফসি নয় বার আক্রমণ করেছে। ইসলামাবাদ তিনকাঠি লক্ষ্য করে পাঁচটি শট নেয় জামালপুর নেয় তিনটি শট। কর্ণার শট পেয়েছে জামালপুর চারটি, ইসলামাবাদ তিনটি। খেলায় ইসলামাবাদ অফসাইড করেছে পাঁচটি এবং জামালপুর একটি, ১৫টি ফাউল হয়েছে জামালপুরের খেলোয়াড়দের, ইসলামাবাদের ১১টি। হ্যান্ডবল ইসলামাবাদের তিনটি জামালপুর কোন হ্যান্ডবল করেনি। ম্যাচে দ্বিতীয়ার্ধ্বে বার কয়েক আক্রমণ করে ইসলামাবাদের খেলোয়াড়রা। তবে গোল করতে সফল হয়নি। ফাইনাল খেলায় জামালপুর এফসির দুই খেলোয়াড়কে হলুদ কার্ড দেখতে হয়েছে। সবমিলিয়ে দর্শকরা দুর্দান্ত একটি ম্যাচ উপভোগ করলেন।

জামালপুরের স্বপ্ন অধরা, মাতৃভূমি কাপে চ্যাম্পিয়ন ইসলামাবাদ

খেলা শেষে দুটি দল এবং সেরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি প্রাক্তন মন্ত্রী তথা সাংসদ পরিমল শুক্লবৈদ্য সহ অন্যান্যরা। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পুরস্কার পেয়েছেন জিকেএফসির খেলোয়াড় শাইনিংস্টার মুকিম। ম্যান অফ দ্যা ফাইনাল ম্যাচ পুরস্কার পান ইলেভেন ব্রাদার্স এর ডিসেম্বর, সেরা গোলকিপার নির্বাচিত হন পাওয়া এপসির শান বর্মন, সেরা ডিফেন্ডার পুরস্কার পেয়েছেন জামালপুর এফসির ইমরান খান, সর্বোচ্চ গোলদাতা পুরস্কার পেয়েছেন জামালপুর এফসির হ্যাম্বা সিংহ,  সেরা ফরওয়ার্ড খেলোয়াড় ডিমাকালার হাওর এফসির বিকাশ বর্মন, সেরা লিংক ম্যন দর্মিখাল এফসির অভিষেক বর্মন পুরস্কার পান। বেস্ট ডিসিপ্লিন টিম পুরস্কার পায় মথুরাপুর এফসি।

জামালপুরের স্বপ্ন অধরা, মাতৃভূমি কাপে চ্যাম্পিয়ন ইসলামাবাদ

পুরস্কার বিতরণের আগে সাংসদ পরিমল শুক্লবৈদ্য তাঁর বক্তব্যে ধোলাই এর সামাজিক ও সাংস্কৃতিক ক্রীড়া সংস্থা মাতৃভূমি ভুয়োসি প্রশংসা করেন। তিনি বলেন, সংস্কৃতি ও খেলাধুলাকে এগিয়ে নিতে সারা বছর প্রয়াস চালাচ্ছে মাতৃভূমি। এছাড়া বক্তব্যে মাতৃভূমির সভাপতি সিতাংশু দাস এক মাসের সেই আসরকে সফল করে তোলায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

জামালপুরের স্বপ্ন অধরা, মাতৃভূমি কাপে চ্যাম্পিয়ন ইসলামাবাদ

এদিন ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায়, প্রাক্তন ডিএসএ-র সহসভাতি সুজন দত্ত, এসসি বোর্ডের চেয়ারম্যান নীহাররঞ্জন দাস, প্রাক্তন বিডিও রসরাজ দাস, সমাজকর্মী মৃদুল মজুমদার, চন্দন শর্মা, স্কুলের অধ্যক্ষ পিনাক চক্রবর্তী, শশাঙ্ক পাল, ভূষণ পাল সহ আরো অনেকে। ফাইনাল ম্যাচের শুরুতে উভয় দলের খেলোয়ারদের সঙ্গে পরিচিত হন লক্ষীপুরের বিধায়ক কৌশিক রায়।  চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার টাকা ও ট্রফি এবং রানার্স দল ২৫ হাজার টাকা ও ট্রফি তুলে দেওয়া। ফাইনাল ম্যাচ পরিচালনা করেন শামিম আহমেদ বড়ভূইয়া, শঙ্কর ভট্টাচার্য, কমরুজ্জামান লস্কর ও প্রবীণ বর্মন। শুরুগে বিভিন্ন সম্প্রদায়ের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

জামালপুরের স্বপ্ন অধরা, মাতৃভূমি কাপে চ্যাম্পিয়ন ইসলামাবাদ

এ দিনের ফাইনাল ম্যাচে ইসলামাবাদের মেঘালয় দল এবং জামালপুর এফসির হয়ে খেলেন মণিপুর, পশ্চিমবঙ্গ, ঘানা ও নাইজেরিয়ার খেলোয়াড়। উল্লেখ্য, মাতৃভূমি কাপে দ্বিতীয়বারের মতো রানার্স দল হল জামালপুর এফসি।

Author

Spread the News