বন্দুক দেখিয়ে লুট এক কোটি, গ্রেফতার দুই পুলিশ কর্তা সহ ৬

৮ সেপ্টেম্বর : দিল্লির বাসিন্দা এক ব্যবসায়ীর কাছ থেকে ১ কোটি ১ লক্ষ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় নাম জড়াল দুই পুলিশ অফিসারের। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে শুক্রবার ঐ দুই পুলিশ অফিসার সহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ। ধৃত দুই পুলিশ আধিকারিক দুর্গাপুর থানায় কর্মরত। এই ঘটনায় আরও অস্বস্তি বেড়েছে পুলিশের। এই প্রসঙ্গে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি (ইষ্ট) অভিষেক গুপ্তা জানান, ধৃত দুই পুলিশ অফিসারের মধ্যে একজন সাসপেন্ড হয়ে আছেন। সে ক্রাইম ব্রাঞ্চে ছিলেন। অন্যজন রাজ্য পুলিশের সিআইডির দুর্গাপুরে কর্মরত আছেন।

জানা গেছে, বৃহস্পতিবার দিল্লির বাসিন্দা এক ব্যবসায়ী সড়ক পথে কলকাতা যাচ্ছিলেন। গাড়িতে ছিল নগদ ১ কোটি ১ লক্ষ টাকা। সেই গাড়িটি পুলিশ দাঁড় করায় দুর্গাপুরের ১৯ নং জাতীয় সড়কে ডিভিসি মোড়ের কাছে। সেই সময় বন্দুক দেখিয়ে গাড়িতে থাকা সব টাকা ছিনিয়ে নেন দুই পুলিশ কর্মী। ডিসিপি (ইস্ট) অভিষেক গুপ্তা বলেন, গাড়িতে টাকা আছে সেই খবর আগেই পেয়ে গিয়েছিলেন অভিযুক্তরা। ব্যবসায়ীর ঘনিষ্টরাই এই খবর দিয়েছিল অভিযুক্তদের। এই ঘটনায় অভিযুক্ত দুই পুলিশ অফিসার সহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ছিনতাই হওয়া টাকার এখনও হদিশ মেলেনি।

এদিকে, এই ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার হওয়া ছয়জনকে শনিবার দুর্গাপুর আদালতে তোলা হবে। তবে ধৃত দুই পুলিশকর্মীর নাম প্রকাশ্যে আনেনি পুলিশ। যা থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে যে, পুলিশের কর্তারা কতটা বিড়ম্বনার মধ্যে আছেন।
খবর : উত্তরবঙ্গ সংবাদ।

বন্দুক দেখিয়ে লুট এক কোটি, গ্রেফতার দুই পুলিশ কর্তা সহ ৬
বন্দুক দেখিয়ে লুট এক কোটি, গ্রেফতার দুই পুলিশ কর্তা সহ ৬

Author

Spread the News