আইডব্লুটির ফেরির ভাড়া বৃদ্ধি, উত্তেজনা বিভিন্ন ঘাটে

বরাক তরঙ্গ, ১ ফেব্রুয়ারি : ভাড়া বাড়লো আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগ (আইডব্লুটি)-এর ফেরি পারাপারের। বুধবার থেকে কার্যকর হয়েছে এই বর্ধিত ভাড়া। এ নিয়ে এদিন বিভিন্ন ফেরিঘাটে বেশ উত্তেজনার সৃষ্টি হয়। অসম আইডব্লুটি রেগুলেটরি অথরিটি ধার্য করেছে ভাড়ার এই নতুন হার। নতুন হার অনুযায়ী একজন যাত্রীর একবার নদী পার হওয়ার জন্য ভাড়া গুনতে হবে  ৪ টাকা। সাইকেলের ক্ষেত্রেও ভাড়ার হার একই, বাইক ও স্কুটির ক্ষেত্রে ১৫ টাকা, চালক সহ ঠেলার পারাপারের ক্ষেত্রে ভাড়া২০ টাকা, গরু বা এজাতীয় অন্যান্য পশু-১০ টাকা, চালক সহ অটো রিক্সা-২০টাকা এবং অল্টো-জিপ বা এ ধরনের অন্যান্য হালকা যানবাহন পারাপারের ক্ষেত্রে ভাড়া নির্ধারণ করা হয়েছে-২০০ টাকা।
অন্নপূর্ণা ঘাট ফেরি ঘাটে কেউ কেউ এ নিয়ে আপত্তি জানালেও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে ঘনিয়ালা ফেরিঘাটে দুপুরের দিকে বেশ উত্তেজনার সৃষ্টি হয় বলে জানা গেছে। একইভাবে সোনাবাড়িঘাট সহ অন্যান্য ফেরিঘাটেও যাত্রীদের বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে।
       

এদিকে রেগুলেটরি অথরিটি এক দফার  পাশাপাশি মাসিক হিসেবেও ভাড়ার হার বৃদ্ধি করেছে। মাসিক হিসেবে বর্ধিত হারে একজন যাত্রীকে আসা-যাওয়ার জন্য গুনে দিতে হবে ১৫০ টাকা।  পড়ুয়াদের ক্ষেত্রে তা করা হয়েছে ৫০ টাকা।

Author

Spread the News