‘এ’ ডিভিশন ফুটবলে চ্যাম্পিয়ন ইটখলা স্পোর্টিং ক্লাব
বরাক তরঙ্গ, ১৮ অক্টোবর : মঙ্গলবার শিলচর ডিএসএ-র সুপার ডিভিশনে চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডিয়া ক্লাব। সেইসঙ্গে শেষ হয়েছে জেলার সর্বোচ্চ লিগ। সবচেয়ে নিচের দল হিসেবে এ ডিভিশনে নেমে গেছে তরুণ সংঘ। তবে সেই শূন্যস্থান পূরণ হতে বেশি সময় লাগল না। এর পরের দিন অর্থাৎ বুধবার সে স্থান পূরণ হয়ে গেল পরেশ চন্দ্র দাশগুপ্ত মেমোরিয়াল এ ডিভিশন ফুটবলের ফাইনালে। এতে চ্যাম্পিয়ন হয়ে আগামী মরশুমে সুপার ডিভিশনে খেলা নিশ্চিত করে নিল ইটখলা স্পোর্টিং ক্লাব। সতীন্দ্রমোহন দেব স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত ফাইনালে তারা হারাল শিলচর ফুটবল অ্যাকাডেমিকে। ২-০ গোলে। এদিনের ম্যাচে দ্বিতীয়ার্ধে হয় জোড়া গোল। ৬৩ মিনিটে জন জেফানি মার এবং ৬৬ মিনিটে হিলার লাকুনা গোল করেন। ফুটবল অ্যাকাডেমির পক্ষে আর ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি।
লিগে অপরাজিত থেকেও ফাইনালে হারল ফুটবল অ্যাকাডেমি____
চ্যাম্পিয়ন ইটখলা স্পোর্টিং পায় ট্রফি সহ প্রাইজমানি কুড়ি হাজার। ১০ হাজার টাকা পায় ফুটবল অ্যাকাডেমি। ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কার সহ সেরা ফরোয়ার্ড ও সর্বোচ্চ গোলকারীর পুরস্কার পান জেফানি। ম্যান অব দ্য টুর্নামেন্ট এবং সেরা ডিফেন্ডার হয়েছেন ফুটবল অ্যাকাডেমির অনুপ তাঁতি। ইটখলার তাইজুল ইসলাম সেরা গোলরক্ষক ও হিলার লাকুনা সেরা লিঙ্কম্যানের পুরস্কার পান। সবাই ট্রফি ও নগদ এক হাজার টাকা করে পেয়েছেন।
প্রসঙ্গত, সুপার ডিভিশন এবং এ ডিভিশনে কাকতালীয়ভাবে একই ব্যাপার ঘটল। লিগ পর্বে অপরাজিত থাকা অরুণাচল এসএসকে হারিয়ে সুপার ডিভিশন জিতেছিল ইন্ডিয়া ক্লাব। এ ডিভিশন ফাইনালেও একই ব্যাপার ঘটল। লিগ পর্বে অপরাজিত থেকেই ফাইনালে উঠে ফুটবল অ্যাকাডেমি। ফাইনালে এসে তারা ইটখলা স্পোর্টিংয়ের কাছে পরাস্ত হল। ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল পায়নি অ্যাকাডেমি। এদিন উভয় দলের হাতে পুরস্কার তুলে দেন সাংসদ ডাঃ রাজদীপ রায়, রাজ্য দলের প্রাক্তন অধিনায়ক বাহারুল ইসলাম লস্কর, শিলচর ডিএসএ সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতনু ভট্টাচার্য, স্পনসর কল্যাণ দাশগুপ্ত, সুজিত দাশগুপ্ত, অজয় চক্রবর্তী, মাধব সাহা, রতন সিং, মৃণালকান্তি রায়, অসীম চক্রবর্তী, প্রণয় বণিক সহ অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহসচিব (প্রশাসন) দেবাশিস সোম।
প্রতিবেদক : ইকবাল লস্কর, শিলচর।