পাচারে বাধা দেওয়ায় বিএসএফ জওয়ানের উপর আক্রমণ পুরো পরিবারের
পিএনসি, ধর্মনগর।
বরাক তরঙ্গ, ৪ অক্টোবর : চিনি পাচারে বাধা দেওয়ায় চোরাকারবারির পরিবারের লেকদের হাতে প্রহৃত এক বিএসএফ জওয়ান। বিএসএফ জওয়ান হরিশচন্দ্র পাণ্ডে ১৫০ ব্যাটালিয়ন ত্রিপুরার কলসিমুড়া বিওপির অধীনে কর্মরত ছিলেন। শুক্রবার সকালে কালসিমুড়া দুধপুকুর সীমান্তের ১৮৯ নম্বর গেট সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে। জানা যায়, ওই এলাকায় থাকা মোমিন মিয়ার বড় ছেলে রিয়াজ মিয়া চিনি পাচারের চেষ্টা করছিলো। বিএসএফ সদস্য জন হরিশচন্দ্র পাণ্ডে গেটে চিনি পাচারে বাধা দেন। চোরাচালানের চেষ্টা ব্যর্থ হওয়ার পর রিয়াজ, তার ভাই রিফাত, বাবা মুমিন ও মা বিএসএফ জওয়ানের ওপর হামলা চালায়। রিয়াজ কাঠের টুকরো দিয়ে জোয়ানের মাথায় আঘাত করে। ফলে জওয়ানের মাথা থেকে রক্ত বের হয়। আততায়ীরা তাকে হত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু আত্মরক্ষায়, বিএসএফ জোয়ান তার ইনচার্জ রাইফেল থেকে শূন্যে এক রাউন্ড গুলি চালায়। গুলির শব্দ শুনে ঘটনাস্থলে ভিড় জমান এলাকাবাসী। পরে স্থানীয় সমাজকর্মী বাবুল মিয়া আহত বিএসএফ জওয়ানকে বক্সনগর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে জিবিপি হাসপাতাল আগরতলায় স্থানান্তর করা হয়। তাঁর মাথায় নয়টির বেশি সেলাই পড়েছে বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে কালামচৌড়া থানার পুলিশ ঘটনাস্থলে ও হাসপাতালে গিয়ে আহত জওয়ানের অবস্থা খোঁজখবর নেয় এবং পাচারকারী রিয়াজ ও তার পরিবারের সদস্যদের খোঁজে তল্লাশি শুরু করে। বাড়ি থেকে পালিয়ে যায় তারা। বিএসএফ রিয়াজ, রিফাত, মুমিন ও তাদের মায়ের বিরুদ্ধে থানায় মামলা করেছে। চিনি চোরাচালান ছাড়াও রিয়াজের বিরুদ্ধে রোহিঙ্গা নাগরিক পাচার, মানব পাচার, গরু চুরিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। এসব বেআইনি কর্মকাণ্ডে তিনি একাধিকবার জেলও খেটেছেন। তবে তার সংস্কার হয়নি। এ ঘটনায় সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।