শুরু হল ইটখলা অ্যাথলেটিক্স ক্লাবের বরাক ভিত্তিক ব্যাডমিন্টন

বরাক তরঙ্গ, ১৬ জানুয়ারি : প্রতি বছরের মতো এবারেও শুরু হলো ইটখলা অ্যাথলেটিক্স ক্লাবের বরাক ভিত্তিক প্রাইজমানি ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ-২০২৪।
মঙ্গলবার সন্ধ্যায় ইটখলা দূর্গা মণ্ডপ প্রাঙ্গণে প্রয়াত সিদ্ধেশ্বর সিং এবং প্রেম সাগর সিং (প্রেমু সিং) স্মৃতি নামের এই টুর্নামেন্টের ষষ্ঠ সংস্করণের সুচনা করেন প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল। এসময়ে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ডাঃ কুশলকুমার কর, ডাঃ রঞ্জন সিং, পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শান্তনু দাস, ক্রীড়া সংগঠক অরিন্দম হোড়, প্রণয় বণিক, দীপন দেওয়ানজী, সঞ্জু দে প্রমুখ। প্রথমে তাঁদেরকে উত্তরীয় ও স্মারক দিয়ে বরণ করেন ক্লাবের সাধারণ সম্পাদক পঙ্কজ সিং সহ অন্যান্য কর্মকর্তারা।

মন্দির প্রাঙ্গনে অস্থায়ী ইন্ডোরে ফ্লাডলাইটের  আলোয় অনুষ্ঠানের শুরুতে সম্মানিত অতিথিবৃন্দকে সঙ্গে নিয়ে ক্লাবের পতাকা উত্তোলন করেন সভাপতি রতন সিং। উদ্বোধনী পর্বে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের পর প্রাসঙ্গিক বক্তব্য রাখেন প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল, অরিন্দম হোড়, দীপন দেওয়ানজী এবং প্রণয় বণিক।

শুরু হল ইটখলা অ্যাথলেটিক্স ক্লাবের বরাক ভিত্তিক ব্যাডমিন্টন

খেলার শুরুতে অংশগ্রহনকারী খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন অতিথিগন এবং নিজেদের মধ্যে প্রদর্শনী ম্যাচ খেলেন। টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রাজেন্দ্র প্রসাদ সিং (রাজা) জানান মঙ্গলবার এই প্রতিযোগিতার অনূর্ধ্ব ১৩ বছর বয়সী ছেলে ও মেয়েদের কেবল সিঙ্গেলস্ ম্যাচ গুলো খেলানো হবে এবং আগামী কাল থেকে প্রতিদিন সন্ধ্যা ৫টা থেকে যথারীতি বাকি ম্যাচ গুলো অনুষ্ঠিত হবে। সব শেষে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন রতন সিং।
প্রতিবেদক : ইকবাল লস্কর, শিলচর।

Author

Spread the News