বরাক তরঙ্গ, ৮ ডিসেম্বর : কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা গৃহ ও নগরোন্নয়ন দপ্তরের অধীনে নবনিযুক্ত ৬৭২ জন কর্মীকে নিয়োগপত্র প্রদান করেছেন। এই উদ্যোগ রাজ্যে নগর প্রশাসন ও পরিষেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মনে করা হচ্ছে।
নবনিযুক্ত কর্মীদের রাজ্যের বিভিন্ন নগর সংস্থা, পুর বোর্ড ও উন্নয়ন কর্তৃপক্ষের মধ্যে নিয়োগ করা হবে। এর ফলে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, উন্নত নগর পরিকল্পনা এবং জনপরিষেবা ব্যবস্থার উন্নয়ন ঘটবে বলে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, এই নতুন মানবসম্পদ নগর পরিকাঠামো প্রকল্প, বর্জ্য ব্যবস্থাপনা উদ্যোগ এবং শহরভিত্তিক উন্নয়ন প্রকল্পগুলির দ্রুত বাস্তবায়নে গতি আনবে।
এই নতুন নিয়োগের মাধ্যমে বর্তমান সরকারের আমলে মোট সরকারি চাকরির সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ৪১ হাজার ৮৬৬-তে। এতে স্পষ্ট হয় যে রাজ্য সরকার স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া ও কর্মসংস্থান সৃষ্টির উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।
গৃহ ও নগরোন্নয়ন দপ্তরের আধিকারিকরা জানান, এই নিয়োগের ফলে নগর প্রতিষ্ঠানগুলির সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প দ্রুত রূপায়ণ করা সম্ভব হবে।
নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নবনিযুক্তদের সততা বজায় রেখে কাজ করার এবং আধুনিক, সুশাসিত ও ভবিষ্যৎ উপযোগী নগর গড়ার লক্ষ্যে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান।


