ইজরায়েল-হামাস সংঘর্ষ নিয়ে সুর বদল দিল্লির, আলোচনা চায়

১৩ অক্টোবর : ইজরায়েল-প্যালেস্তাইনের মধ্যে সংঘাত নিয়ে গত শনিবার নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছিলেন, এই লড়াইয়ে ইজরায়েলের পাশে রয়েছে ভারত। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ফোনে কথা বলেন মোদি। একাধিক বিশ্ব নেতার সঙ্গে কথা হওয়ার পর ইজরায়েলের প্রধানমন্ত্রী হুমকির সুরে দাও, গাজা ভূখণ্ড বিশ্ব মানচিত্র থেকেই মুছে দেবেন তাঁরা।

কিন্তু ভারতের বিদেশ মন্ত্রকের দাবি, প্যালেস্তাইন নিয়ে নয়াদিল্লির অবস্থানের কোনও পরিবর্তন হয়নি।পরারাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র অরবিন্দম বাগচি জানান, ‘ইজরায়েল-প্যালেস্তাইন সংঘাতে ভারতের নীতি দীর্ঘস্থায়ী এবং ধারাবাহিক। এজন্য যুদ্ধ থামিয়ে পুনরায় সরাসরি আলোচনা শুরু করার পক্ষে ভারত। প্রধানমন্ত্রী আসলে হামাসের সন্ত্রাসবাদী হামলার নিন্দা করেছিলেন। সেই অবস্থান থেকে ভারত সরেনি।’

Author

Spread the News