বরাক তরঙ্গ, ৮ ডিসেম্বর : আজ গুয়াহাটিতে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বখ্যাত মার্কিন পপ তারকা পোস্ট মেলনের কনসার্ট। গুয়াহাটির খানাপাড়াস্থিত পশুচিকিৎসা মহাবিদ্যালয়ের খেলার মাঠে রাত ৮টা থেকে সঙ্গীত পরিবেশন করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন র্যাপার পোস্ট মেলন। সোমবার বিকেল প্রায় ৩টা ৪০ মিনিটে জনপ্রিয় এই শিল্পী বরঝারের গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।
প্রায় ৩০ হাজার দেশি-বিদেশি সঙ্গীতপ্রেমী তাঁর সংগীতে মুগ্ধ হবেন বলে আশা করা হচ্ছে। ৯ বার গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীত এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী গুয়াহাটিতে তাঁর একাধিক জনপ্রিয় গান পরিবেশন করবেন। Sunflower, Circles, Congratulations, Rockstar, Better Now সহ তাঁর জনপ্রিয় গানগুলির মাধ্যমে শ্রোতা-দর্শকদের মন্ত্রমুগ্ধ করবেন তিনি।
এই প্রসঙ্গে অসম পর্যটন উন্নয়ন নিগম (ATDC)-এর ব্যবস্থাপনা পরিচালক কুমার পদ্মপাণি বরা বলেন, “আজ গুয়াহাটিতে পোস্ট মেলনের অনুষ্ঠান এক ঐতিহাসিক মুহূর্ত। রাজ্য সরকারের নতুন কনসার্ট ট্যুরিজম নীতির মাধ্যমে অসমকে একটি আন্তর্জাতিক সংগীত হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। এই কনসার্ট উত্তর-পূর্ব ভারতের বিনোদন ইকোসিস্টেমকে শক্তিশালী করার পাশাপাশি প্রতিভা বিকাশ, অর্থনৈতিক সুযোগ সৃষ্টি এবং পর্যটন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পোস্ট মেলনের অনুষ্ঠান বিশ্ববাসীর কাছে অসমকে নতুন দৃষ্টিতে তুলে ধরার সম্ভাবনা তৈরি করেছে।”
বুক মাই শো-এর আধিকারিক অনিল মাখিজা বলেন, “এটি উত্তর-পূর্ব ভারতের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত এবং ভারতের লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রের একটি বড় সাফল্য। এটি সম্ভব করে তোলার জন্য আমরা মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানাই।”
উল্লেখ্য, পোস্ট মেলন আজ গুয়াহাটিতে পৌঁছালেও তাঁর ব্যান্ডের সদস্যরা আগেই গুয়াহাটিতে এসে পৌঁছেছেন। রবিবার তাঁরা কামাখ্যা মন্দির দর্শনও করেন।


