ইন্টারনেশনাল অ্যাকশন ডে-র কর্মসূচিতে মাৰ্কিন সাম্ৰাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে আহ্বান

বরাক তরঙ্গ, ২২ জানুয়ারি : ওয়ার্ল্ড ফেডারেশন অব ট্ৰেড ইউনিয়নস (WFTU) এর আহ্বানে অল ইন্ডিয়া ইউনাইটেড ট্ৰেড ইউনিয়ন সেন্টারের অসম রাজ্য কমিটির উদ্যোগে গুয়াহাটিতে “ইন্টারনেশনাল অ্যাকশন ডে” পালিত হয়। এ উপলক্ষে গুয়াহাটির উলুবাড়িস্থিত ভলভো পয়েন্টে সংগঠনের কৰ্মী-সমৰ্থকেরা সমবেত হয়ে মার্কিন সাম্ৰাজ্যবাদ নিপাত যাক, ভেনিজুয়েলার রাষ্ট্ৰপতি নিকোলাস মাদুরে’কে অবিলম্বে মুক্তি দিতে হবে, ভেনিজুয়েলা থেকে মার্কিন সাম্ৰাজ্যবাদ হাত গুটাও ইত্যাদি শ্লোগানে পরিবেশ উত্তাল করে তোলে। বিক্ষোভ শেষে সেখানে বক্তব্য রাখেন এআইইউটিইউসি’র রাজ্য কমিটির সদস্য ইদ্ৰিছ আলি। সংগঠনের রাজ্য কমিটির পক্ষ থেকে বলা হয় যে সব ধরনের আন্তৰ্জাতিক আইন ও নীতি-নিয়মকে চূড়ান্তভাবে পদদলিত করে যুদ্ধবাজ মাৰ্কিন সাম্ৰাজ্যবাদ ভেনিজুয়েলার উপর বোমা বৰ্ষণ করে এবং সেই দেশের জনগণের ভোটে নির্বাচিত রাষ্ট্ৰপতি নিকোলাস মাদুরে’কে মাদক দ্ৰব্য ব্যবসায়ের মিথ্যা অভিযোগে অপহরণ করে নিয়ে যায় যা ইরাকের রাষ্ট্রপতি সাদ্দাম হোসেনকে বিধ্বংসী অস্ত্ৰ মজুত রাখার মিথ্যা মামলায় ফাঁসিয়ে হত্যার করার ঘটনাকে মনে করিয়ে দেয়।

মাৰ্কিন সাম্ৰাজ্যবাদ বহুদিন থেকেই ভেনিজুয়েলার রাষ্ট্ৰপতি নিকোলাস মাদুরে’কে ক্ষমতাচ্যুত করে সেখানে একটি আমেরিকার তাবেদার সরকার প্ৰতিষ্ঠার চক্রান্ত চালিয়েছিল, যাতে তারা ভেনিজুয়েলার বিপুল পরিমাণের খনিজ তেল সম্পদ দখল করতে পারে। মার্কিন সাম্রাজ্যবাদের এধরনের চূড়ান্ত স্বৈরাচারী কাৰ্যকলাপকে অল ইন্ডিয়া ইউনাইটেড ট্ৰেড ইউনিয়ন সেন্টারের অসম রাজ্য কমিটি দ্ব্যৰ্থহীন ভাষায় নিন্দা ও ধিক্কার জানায়। পাশাপাশি সমস্ত সাম্ৰাজ্যবাদ বিরোধী, যুদ্ধ বিরোধী শান্তিকামী জনসাধারণকে রাষ্ট্ৰপতি ট্ৰাম্প পরিচালিত মাৰ্কিন সাম্ৰাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে আহ্বান জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *