শ্রীভূমি প্রেসবিটেরিয়ান চার্চে বড়দিনের শুভেচ্ছা বিনিময় সর্বধর্ম সমন্বয় সভার

বরাক তরঙ্গ, ২৬ ডিসেম্বর : শান্তিরাজ প্রভু যীশুখ্রিস্টের জন্মদিন অর্থাৎ বড়দিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভার কর্মকর্তারা। বুধবার শ্রীভূমি প্রেসবিটেরিয়ান চার্চে বড়দিনের এই শুভেচ্ছা বিনিময় পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৌদ্ধ ধর্মীয় গুরু শ্রীমৎ কুশলায়ন ভিক্ষু, খ্রিস্ট ধর্মীয় গুরু রেভারেন্ড স্টেনলি গোয়ালা সহ বিশিষ্টজনেরা।

কুশলায়ন ভিক্ষু তাঁর মতামত ব্যক্ত করতে গিয়ে বলেন, সব ধর্মের মত আলাদা হতে পারে কিন্তু পথ একই। সব ধর্মই শান্তি ও আদর্শের কথা বলে। মহামানবের উক্তি ‘যত মত তত পথ’ স্মরণ করে দিয়ে তিনি বলেন, সকল ধর্মের মানুষ শান্তির পথ অবলম্বন করলে সমাজে আর অশান্তি থাকবে না। চার্চের সিনিয়র এল্ডার নিমাই দে বলেন, সর্বধর্ম সমন্বয় সভার শুভেচ্ছা বিনিময়ের এই কর্মপ্রয়াস খুবই সময়োপযোগী। এরকম কর্মসূচির মধ্য দিয়ে ভারত মাতার সন্তানরা সম্প্রীতির সহাবস্থানে একই ছাতার নিচে বসবাস করতে পারবে।

শ্রীভূমি প্রেসবিটেরিয়ান চার্চে বড়দিনের শুভেচ্ছা বিনিময় সর্বধর্ম সমন্বয় সভার

অনুষ্ঠানের শুরুতে পরিচয়পর্ব সেরে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংস্থার উপ-সভানেত্রী গীতা মুখার্জি, শ্রীভূমি হাইস্কুলের প্রধান শিক্ষক মোস্তাক হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষিকা শুক্লা চন্দ, আইনজীবী আবুল হাসনাত চৌধুরী, পম্পা দাস ভট্টাচার্য প্রমুখ। শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত ছিলেন চার্চের সম্পাদক এসএস পাত্র, এল্ডার শান্তিময় দাস, শিক্ষক হিরন্ময় রায়, পাস্টর পঙ্কজ সিনহা, সত্যপ্রিয় দেব, সন্দীপ দত্ত, রুমা বেগম, সুহেল উদ্দিন, সোমা চন্দ, ছলমা বেগম, দিক্ষিতা দাস, রোল্যাণ্ডস স্কুলের অধ্যক্ষ সহ অন্যান্যরা। অনুষ্ঠান শেষে উপস্থিত সবাইকে বড়দিনের কেক বিতরণ করা হয় পরিচালন সমিতির পক্ষ থেকে।

শ্রীভূমি প্রেসবিটেরিয়ান চার্চে বড়দিনের শুভেচ্ছা বিনিময় সর্বধর্ম সমন্বয় সভার

এদিকে, এদিন সন্ধ্যায় বড়দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে সংস্থার পক্ষ থেকে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন ও আইনজীবী আবুল হাসনাত চৌধুরী।

শ্রীভূমি প্রেসবিটেরিয়ান চার্চে বড়দিনের শুভেচ্ছা বিনিময় সর্বধর্ম সমন্বয় সভার

Author

Spread the News