বরাক তরঙ্গ, ২২ জানুয়ারি : ত্রিপুরার কৈলাসহরের ভাবনার ডাউন এলাকায় বাইক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দুই হল। মৃত্যুর কোলে ঢলে পড়ল আহত কিশোর সামসুদ্দিন (১৫)। আগরতলার জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত আনুমানিক ১টা ৩০ মিনিট নাগাদ শেষনিঃশ্বাস ত্যাগ করে সামসুদ্দিন।
উল্লেখ্য, বুধবার সকাল অনুমানিক সাড়ে সাতটা নাগাদ ত্রিপুরার ভাবনার ডাউন এলাকায় বাইক দুর্ঘটনাটি সংঘটিত হয়। এতে ঘটনাস্থলে মৃত্যু ঘটে ইরানি গ্রাম পঞ্চায়েত এলাকার আব্দুল গফ্ফারের ছেলে আব্দুল কায়ুমের।
জানা যায়, দ্রুত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে তারা। স্থানীয়রা দমকল বাহিনীকে খবর দিলে দ্রুত পৌঁছে দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক পনেরো বছরের আব্দুল কায়ুমকে মৃত বলে ঘোষণা করেন। সামসুদ্দিনের (১৫) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল।



