পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে অন্য বাহনের মুখোমুখি, আহত ২

বরাক তরঙ্গ, ১০ জুলাই : পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে দুর্ঘটনা শিকার বার্মিজ সুপারি বোঝাই ওয়াগনার গাড়ি। দ্রুতগতির ওয়াগনার গাড়িটি ওপর এক ওয়াগনার গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন ওপর গাড়িতে থাকা দুইজন ব্যক্তি।

পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে অন্য বাহনের মুখোমুখি, আহত ২

মিজোরামের ভাইরেংটি থেকে এএস০১ বিএক্স ৪৩০৯ নম্বরে ওয়াগনার গাড়িটি সুপারি বোঝাই করে হাইলাকান্দি জেলার ধলছড়া-বিলাইপুর হয়ে কাছাড়ে প্রবেশ করে। ধোয়ারবন্দ পুলিশের তল্লাসি পয়েন্টে পৌঁছার পর কর্তব্যরত পুলিশ গাড়িটির গতিরোধ করার চেষ্টা করে। পুলিশের বাধা উপেক্ষা করে গাড়িটি দ্রুতগতিতে পালাতে শুরু করে। গাড়িটিকে ধরতে পিছু ধাওয়া করে পুলিশও। পুলিশের তাড়া খেয়ে গাড়িটি ঘুংগুর বাইপাস হয়ে প্রায় ৩৫ কিলোমিটার পথ অতিক্রম করে রাত আনুমানিক একটার দিকে শিলচর রামনগরে পৌঁছায়।

আইএসবিটি থেকে একটু সামনে এগোতেই উল্টো দিক থেকে আসা এএস ১১ এফ ৪২৫২ নম্বরের  এক ওয়াগনার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে উভয় গাড়ি কয়েক ফুট চিটকে সড়কের পাশে গিয়ে পড়। এতে গুরুতর আহত হন গাড়িতে থাকা দুইজন। সম্পূর্ণ দুমড়ে মোছড়ে যায় উভয় গাড়ি। ধোয়ারবন্দ পুলিশ সহযোগে স্থানীয়রা আহতদের উদ্ধার করে  শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এরই ফাঁকে সুযোগ বুঝে সুপারি বোঝাই গাড়ি চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
দুর্ঘটনার খবরে দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন তারাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজু দে। তিনি দুর্ঘটনাগ্রস্থ গাড়ি দুটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসেন।

Author

Spread the News