যোগ্যরা বঞ্ছিত পিএম আবাস থেকে স্বাধীন বাজার জিপিতে, ক্ষোভ

বরাক তরঙ্গ, ৪ ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত প্রকৃত সুবিধাপ্রাপ্তরা। এমনকি দাবি মতো অনেকে অর্থ প্রদান করলেও সরকারি ঘর ভাগ্যে জুটছে না। এমনই অভিযোগ তোলে ক্ষোভ প্রকাশ করলেন সোনাই উন্নয়ন খন্ডের অধীন স্বাধীনবাজার জিপির কলারগ্রামের একাংশ লোকেরা। স্থানীয় ৪ নম্বর গ্রুপের গ্রুপ সদস্যার বিরুদ্ধেও বেশ কিছু গুরুতর অভিযোগ তোলেন ভুক্তভোগীরা। তারা বলেন, অনেকে টাকা পয়সা দিয়েও ঘর পাচ্ছেন। আর কেউ পেলে কিস্তি গুলো আটকে রাখা হয়। এমনকি অনেকের ওয়েটিং লিস্টে আসলে পরবর্তীতে কর্তন করা হয়। উপযুক্ত লোককে রেখে ঘনিষ্ঠ লোকদের পিএমওয়াই প্রদান করা হচ্ছে ঘর না পাওয়ার জন্য গ্রুপ সদস্যার স্বামী জসীর উদ্দিন বড়ভূইয়াকে কাঠগড়ায় তোলেন ভুক্তোগীরা।

শুক্রবার এনিয়ে সাংবাদিকদের সামনে কথা বলেন ভুক্তভোগী নাগরিক আলিম উদ্দিন তালুকদার (৮০), আজমত আলী তালুকদার (৭৩), সামসুল হক তালুকদার, নুরুল হক তালুকদার, মুমিনুল হক তালুকদার, ফার্যাতুন নেশা তালুকদার, সমিরুন নেশা তালুকদার, লালবানু বিবি তালুকদার প্রমুখ।
প্রতিবেদক : বাপন লস্কর, সোনাই।

Author

Spread the News