উত্তরকাশী : উদ্ধারকাজে নেমেছে ভারতীয় সেনাও

২৬ নভেম্বর : সোজা পথে সুড়ঙ্গে ঢুকতে গিয়ে বারবার বাধা পেতে হচ্ছে উদ্ধারকারী দলকে। এবার ঘুরপথে টানেলে ঢোকার জন্য নামানো হল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। পাশাপশি, উদ্ধারকাজে এদিন নেমেছে ভারতীয় সেনাও। মূল রাস্তা পরিস্কার করার দায়িত্ব দেওয়া হয়েছে সেনাকে। অগার মেশিন ভেঙে যাওয়ায় ওই রাস্তা পুরোপুরি বন্ধ। পাহাড় খোঁড়ার সময় ওই ড্রিলিং মেশিন খারাপ হয়ে গিয়েছে বলে জানান উদ্ধারকারীরা।

তারপর থেকেই পুরোপুরি থমকে যায় উদ্ধারকাজ। ইতিমধ্যেই সেটিকে সুড়ঙ্গ থেকে বের করে আনার কাজ শুরু হয়েছে। জানা গিয়েছে, রবিবার রাতের মধ্যেই সুড়ঙ্গ পরিষ্কার করার কাজ অনেকটা সম্পূর্ণ করা যাবে। পাশাপশি, মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওই এলাকায়। সেরকম হলে উদ্ধারকার্য বিঘ্নিত হতে পারে। তার আগে যতটা সম্ভব কাজ এগিয়ে নিতে চাইছেন উদ্ধারকারী দলের আধিকারিকরা।

Author

Spread the News