ভারত-বাংলার নিলামবাজার সীমান্তে বাংলাদেশী দুষ্কৃতীদের লক্ষ্য করে গুলি

বরাক তরঙ্গ, ২৮ ডিসেম্বর : ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে কয়েক রাউন্ড গুলি চালালো অসম পুলিশ। ঘটনাটি ঘটেছে করিমগঞ্জ জেলার নিলামবাজার থানা এলাকার আন্তর্জাতিক সীমান্ত থেকে প্রায় এক কিলোমিটার দূরে বালিয়া বস্তিতে। গত কয়েকদিন ধরে এই অঞ্চল দিয়ে বাংলাদেশি দুষ্কৃতীরা রাতে অবৈধ ভাবে প্রবেশ করে গ্রামের মানুষের ঘরে গরু চুরি করছে এমন অভিযোগ ছিল পুলিশের কাছে। ফলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয় করিমগঞ্জ থানা পুলিশ।

পুলিশ মঙ্গলবার রাতে গোপন সংবাদ পায়, বাংলাদেশ থেকে চার সদস্যের একটি দল ভারতীয় সীমান্তে প্রবেশ করে গরু চুরি করার পরিকল্পনা করছে। তাই গোপন খবরের ভিত্তিতে গভীর রাতে করিমগঞ্জের ডিএসপি গীতার্থ শর্মার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।

ভারত-বাংলার নিলামবাজার সীমান্তে বাংলাদেশী দুষ্কৃতীদের লক্ষ্য করে গুলি

বাংলাদেশি দুর্বৃত্তরা ভারতীয় সীমান্ত থেকে গরু চুরি করার সময় পুলিশ তাদের আত্মসমর্পণ করতে বলে, কিন্তু তারা পুলিশের নির্দেশ অমান্য করে। তারা তাদের লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি ছোঁড়ে অসম পুলিশ, তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গভীর রাতে ঘটনাক্রমে ঘন জঙ্গলে পালিয়ে যেতে সক্ষম হয় তারা। পুলিশ ধৃতদের কাছ থেকে একটি ধারালো ছুরি, দুটি গরু ও একটি বাংলাদেশি চপ্পল উদ্ধার করেছে।
প্রতিবেদক : এস দাস, উত্তর করিমগঞ্জ।

Author

Spread the News