ইয়ংম্যান ফার্মার্স প্রোডিউসার অর্গানাইজেশনের কার্যালয় উদ্বোধন

বরাক তরঙ্গ, ২১ ডিসেম্বর : ইয়ংম্যান ফার্মার্স প্রোডিউসার অর্গানাইজেশনের কার্যালয়ের উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার লক্ষীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে থাকা কাপ্তানপুর জিপির অন্তর্গত রাঙ্গিরঘাট দ্বিতীয় খণ্ড ও কাপ্তানপুর ১৫, ১৬, ১৩ খণ্ডের কৃষকেরা একত্রিত হয়ে ইয়ংম্যান ফার্মার্স প্রোডিউসার অর্গানাইজেশন নামের একটি বেসরকারি সামাজিক সংস্থার স্থায়ী অফিসের উদ্বোধন করেন সভাপতি কামরুল হক চৌধুরী। তিনি বক্তব্যে, বিগত দুই বারের ভয়াবহ বন্যার পর এই পিছিয়ে পড়া গ্ৰামের কৃষকদের উন্নতির জন্য এই অর্গানাইজেশনের সদস্যরা কাজ করতে ছিলেন, কিন্তু সরকারি সাহায্য-সহায়তা ছাড়া তাদের কৃষকদের উন্নতি কল্পে যেকোনো কাজ করতে অসুবিধা পেতে হতো, তাই এই অঞ্চলের বসবাসকারী বিশিষ্ট সমাজসেবী আলম হুসেন লস্করের সঙ্গে কথা বলেন ও তিনি বর্তমানে দিল্লিতে বসবাস করেন, তিনি সঙ্গে-সঙ্গে সেখান থেকে তাদেরকে এই অঞ্চলের বসবাসকারী কৃষকদের উন্নতির জন্য কৃষিভিত্তিক এই বেসরকারি সামাজিক সংস্থাটি স্থাপনের সাহায্য করে দেন। তাই তারা আজ কাপ্তানপুরে এই ইয়ংম্যান ফার্মার্স প্রোডিউসার অর্গানাইজেশনের স্থায়ী অফিসটি স্থাপন করতে পেরেছেন, এইজন্য অর্গানাইজেশনের পক্ষ থেকে সমাজসেবী আলম হোসেন লস্কর মহাশয়কে আন্তরিক ধন্যবাদ জানান।

সদস্য ইফতার হুসেন লস্কর বলেন, এই অঞ্চলটি সবদিকেই পিছিয়ে রয়েছে, যাতায়াতের সড়ক বেহাল অবস্থা, শিক্ষত বেকার যুবক -যুবতীরা রয়েছে, এই অঞ্চলের বসবাসকারী মানুষদের কর্মসংস্থানের একমাত্র উপায় হচ্ছে কৃষিকাজ, তাই ইয়ংম্যান ফার্মার্স প্রোডিউসার অর্গানাইজেশনের মাধ্যমে কৃষিজীবীদের সরকারের মাধ্যমে সাহায্য করা যাবে।

এ দিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এই অর্গানাইজেশনের কার্যকারী কমিটির সহ-সভাপতি সাহানূর আলম বড়ভূইয়া, সাধারণ সম্পাদক সাদিক মাহমুদ মজুমদার, কোষাধ্যক্ষ  শহিদুল আলম লস্কর, প্রোগ্রাম ম্যানেজার পিয়ার উদ্দিন মজুমদার, সহ-সম্পাদক কাজল হুসেন বড়ভূইয়া, কার্যকরী সদস্য হারানোর হুসেন মজুমদার, আবিলা বেগম চৌধুরী, মুন্নি বেগম লস্কর, রুনু বেগম বড়ভূইয়া সহ আরো অন্যান্যরা।

Author

Spread the News