আসাম বিশ্ববিদ্যালয়ে ছ’দিনের সক্ষমতা উন্নয়ন কর্মসূচির সূচনা, শ্রদ্ধাঞ্জলি বীর লাচিত বরফুকন ও বিরসা মুণ্ডাকে 

বরাক তরঙ্গ, ২৪ নভেম্বর : আসাম বিশ্ববিদ্যালয়ে সোমবার শিক্ষাকর্মীদের জন্য ছ’দিনের স্বল্পমেয়াদি সক্ষমতা উন্নয়ন কর্মসূচির সূচনা হল। কর্মসূচির উদ্বোধনের সঙ্গে সঙ্গে পালন করা হয় দুই মহান ভারতীয় ব্যক্তিত্বের জন্মজয়ন্তী—অসমের কিংবদন্তি আহোম সেনাপতি বীর লাচিত বরফুকনের ৪০৩তম জন্মবার্ষিকী ও স্বাধীনতা সংগ্রামী বীরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী।ইউজিসি–এমএমটিটিসি-র উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরের বিষয়বস্তু ‘প্রাতিষ্ঠানিক দক্ষতা ও অন্তর্ভুক্তিমূলক সেবা প্রদান’, যার মূল লক্ষ্য প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং ক্যাম্পাসজুড়ে অন্তর্ভুক্তিমূলক সেবার পরিবেশ গড়ে তোলা।

এদিন সকালে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থ। সেইসঙ্গে কর্মসূচি সংক্রান্ত পাঠ্যসূচিও প্রকাশ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমএমটিটিসি’র ডিরেক্টর অধ্যাপক আর বালাকৃষ্ণণ, ডেপুটি ডিরেক্টর অধ্যাপক অজয় কুমার সিং, স্কুল অব টেকনোলজির ডিন অধ্যাপক সুদীপ্ত রায়, আনটিয়ার সভাপতি সাগ্নিক চৌধুরী সহ অন্যরা।

বক্তব্য রাখতে গিয়ে উপাচার্য প্রফেসর পন্থ বলেন, বিশ্ববিদ্যালয়ে অ্যাকাডেমিক উৎকর্ষের পাশাপাশি সুদৃঢ় প্রশাসনিক কাঠামো অপরিহার্য। এই প্রশিক্ষণ হচ্ছে মানবসম্পদে বিনিয়োগ—যার মাধ্যমে শিক্ষাকর্মীরা সমসাময়িক প্রত্যাহ্বান মোকাবিলায় আরও দক্ষ হয়ে উঠবেন।

মূল বিষয়ের ওপর আলোকপাত করেন ইনস্টিটিউট অব সেক্রেটারিয়াল ট্রেনিং অ্যান্ড ম্যানেজমেন্টের পদস্থ আধিকারিক ড. উদয়শঙ্কর চট্টোপাধ্যায়। তিনি উচ্চশিক্ষার সামগ্রিক মানোন্নয়নে দক্ষ প্রশাসনিক পরিষেবার গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও অনুষ্ঠানে কর্মসূচি সম্পর্কে বক্তব্য রাখেন অধ্যাপক আর বালাকৃষ্ণণ, সমন্বয়কারী ড. পুলক ধর, আনটিয়া সভাপতি সাগ্নিক চৌধুরী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *