বরাক তরঙ্গ, ২ জানুয়ারি : মরিগাঁও বিধানসভা কেন্দ্রের বিধায়ক রমাকান্ত দেউরী সরকারের ন্যূনতম সমর্থিত মূল্যে ধান ক্রয় প্রক্রিয়া ত্বরান্বিত করার উদ্দেশ্যে শুক্রবার জেলার মিকিরভেটাতে একটি ধান ক্রয় কেন্দ্র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এই উপলক্ষে কৃষকদের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে বিধায়কে কৃষক সমাজের সর্বাঙ্গীন উন্নয়নের জন্য সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের উপর আলোকপাত করেন। অনুষ্ঠানের সঙ্গে সঙ্গতি রেখে কয়েকজন কৃষককে ধান বিক্রয়ের জন্য প্রয়োজনীয় প্রমাণপত্র বিধায়কে প্রদান করেন।
এছাড়াও, কৃষকদের আয় বৃদ্ধির মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন বিষয়ে নিজের মতামত প্রকাশের পাশাপাশি মধ্যভোগী দালালকে প্রশ্রয় না দিয়ে কৃষকদের বিভাগের সঙ্গে যোগাযোগ করে সরকারের ন্যূনতম সমর্থিত মূল্যে ধান বিক্রি করার আহ্বান জানান। উল্লেখ্য, মরিগাঁও জেলা প্রশাসনের উদ্যোগে এবং কৃষি বিভাগ তথা অসম খাদ্য ও যোগান নিগমের অধীনে জেলার মোট ৯টি ধান ক্রয় কেন্দ্রে সরকারের ন্যূনতম সমর্থিত মূল্য অর্থাৎ প্রতি কুইন্টালে ২,৫৬৯ টাকা দামে ধান ক্রয়ের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা কৃষি আধিকারিক তপন কুমার ব্রহ্মর উপস্থিতিতে এবং কৃষি পরিদর্শক দিব্যজ্যোতি হাজরিকার পরিচালনায় আজকের অনুষ্ঠানে মহকুমা কৃষি আধিকারিক মেহেদি আরিফ হোসেইন, সিনিয়র কৃষি উন্নয়ন আধিকারিক মুসাহিদ ফারুকি, মিডিয়া বিশেষজ্ঞ গৌতমকুমার নাথ, অসম খাদ্য ও যোগান নিগমের বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জয়ন্ত মজিন্দার বরুয়া, প্রফুল্ল শইকিয়া, যোগান পরিদর্শক রূপম বায়ন, ধান ক্রয় কেন্দ্রের প্রবন্ধক সাজিদুল ইসলাম, ধান ক্রয় আধিকারিক মবিনুল ইসলাম, পঞ্চায়েত সভাপতি সত্যজিৎ ডেকার সঙ্গে কৃষি সম্প্রসারণ সহায়ক আবু ইউসুফ উপস্থিত ছিলেন।


