মরিগাঁওয়ের পূর্ব বরঙ্গাবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে “জ্ঞানম” গ্রন্থাগার উদ্বোধন

বরাক তরঙ্গ, ২৪ ডিসেম্বর : ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ায় নতুন প্রজন্ম অত্যধিক সময় ব্যয় করা এবং বই পড়ার প্রতি অনীহা প্রকাশের সময়ে বই পড়ার প্রতি নতুন প্রজন্মকে আগ্রহী করে তোলার জন্য একটি ব্যতিক্রমী কার্যক্রম গ্রহণ করেছে মরিগাঁওয়ের একটি বিদ্যালয়ে। মরিগাঁও জেলার ভূরবন্ধা শিক্ষা খণ্ডের অন্তর্গত পূব বরঙ্গাবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খগেন বরা শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহী এবং একটি সুস্থ সমাজ গড়ার লক্ষ্য নিয়ে বিদ্যালয়ে স্থাপন করেন “জ্ঞানম” নামের একটি গ্রন্থাগার। রাজ্য সরকারের শিক্ষা বিভাগের দ্বারা সরবরাহকৃত বই এবং নিজস্ব প্রচেষ্টায় সংগৃহীত বইয়ের মাধ্যমে গল্প, ছড়া, উপন্যাস, ভ্রমণ কাহিনী ইত্যাদি সহ আট শতাধিক বইয়ের সংগ্রহ নিয়ে শুরু হয়েছে গ্রন্থাগারটি।

বুধবার বিদ্যালয়টির এই গ্রন্থাগারটির সঙ্গে প্রাচীর পত্রিকাটিও উদ্বোধন করেন ভূরবন্ধা শিক্ষা খণ্ডের আধিকারিক রবীন্দ্র কুমার পাঠক। তিনি বলেন, একটি প্রাথমিক বিদ্যালয়ে এ ধরনের গ্রন্থাগার স্থাপন করা অত্যন্ত প্রশংসনীয়। ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ায় নতুন প্রজন্মে অতিরিক্ত ব্যস্ত হয়ে পড়ার কারণে বই পড়ার প্রতি অবহেলা বাড়ছে। সোশ্যাল মিডিয়া উপরোক্ত জ্ঞানের প্রতি আকৃষ্ট করে বাস্তব জগৎ থেকে বিচ্ছিন্ন করে। তবে বইয়ে গভীর জ্ঞান অর্জন করে সুস্থ পরিবেশ সৃষ্টি করে। গ্রন্থাগার জ্ঞান, কৌতূহল ও সৃষ্টিশীলতার প্রেরণা যোগান বলে উল্লেখ করে পূব বরঙ্গাবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের পদক্ষেপকে শিক্ষা আধিকারিকে প্রশংসা করেন এবং অন্য বিদ্যালয়ের জন্য আদর্শ হয়ে উঠবে বলে মন্তব্য করেন। মরিগাঁও জেলা সাংবাদিক সংস্থার প্রাক্তন সম্পাদক জিতুমনি নাথ বিদ্যালয়টির হাতে লেখা ম্যাগাজিনটির তৃতীয় সংস্করণ উন্মোচন অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক খগেন বরা, সহকারী শিক্ষক ভবানন্দ পাঠর, পরাগ প্রতিম কাশ্যপ, সাংবাদিক দীপাংক নাথ, বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি রক্তিমকুমার বরা, উপ-সভানেত্রী বিনিতা বরা, মাতৃ দলের সভানেত্রী মল্লিকা মহন্ত, সম্পাদিকা রঞ্জু বরাসহ  অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *