বিমানবন্দরের নতুন টার্মিনাল উদ্বোধন ও গোপীনাথ বরদলৈর মূর্তি উন্মোচন প্রধানমন্ত্রীর

বরাক তরঙ্গ, ২০ ডিসেম্বর : দু’দিনের সফরসূচি নিয়ে আজ অসমে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিকেল ২টা ৫০ মিনিটে তিনি বরঝাড় বিমানবন্দরে অবতরণ করেন। মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল প্রধানমন্ত্রীকে অসমে স্বাগত জানান। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিমানবন্দরের নতুন টার্মিনালের উদ্বোধন করেন। পুরোনো টার্মিনালে অবতরণ করে তিনি নতুন টার্মিনালে প্রবেশ করেন। নতুন টার্মিনালে প্রধানমন্ত্রী অসমের প্রথম মুখ্যমন্ত্রী গোপীনাথ বরদলৈর ৮০ ফুট উচ্চতার মূর্তি উন্মোচন করেন। প্রায় ১৫ মিনিট সময় নিয়ে তিনি নতুন টার্মিনালটিও পরিদর্শন করেন। টার্মিনাল উদ্বোধনের পর প্রধানমন্ত্রী একটি জনসভায় ভাষণ দেন। বাজপেয়ী ভবন পর্যন্ত একটি বিশাল রোড শো-এর মাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি দলীয় কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।

প্রধানমন্ত্রী রাজ্য অতিথিশালায় রাত যাপন করবেন। ২১ ডিসেম্বর, রবিবার সকাল ৮টায় মহাবাহু ব্রহ্মপুত্রের বুকে প্রধানমন্ত্রী ‘পরীক্ষা পে চর্চা’ শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন। সেখান থেকে তিনি বরাগাঁওয়ের শহিদ স্মারকে যাবেন। শহিদ স্মারকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অসম আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর তিনি ডিব্রুগড়ের উদ্দেশে রওনা হবেন। ডিব্রুগড় থেকে দুপুর ১২টায় তিনি নামরূপে পৌঁছাবেন। সেখানে নামরূপ সার কারখানার নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। নামরূপ থেকে পুনরায় ডিব্রুগড় হয়ে প্রধানমন্ত্রী দিল্লির উদ্দেশে উড়ে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *