মানসিক ভারসাম্যহীন ব্যক্তির দায়ের কোপে মৃত্যু যুবকের বড়খলায়

মানসিক ভারসাম্যহীন ব্যক্তির দায়ের কোপে মৃত্যু যুবকের বড়খলায়

ঝুমি নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ২৬ জানুয়ারি : প্রজাতন্ত্র দিবসে বনভোজন গিয়ে ফেরার পথে ভয়ঙ্কর ঘটনা ঘটল। মানসিক ভারসাম্যহীন ব্যক্তির দায়ের কোপে প্রাণ হারাল এক যুবক। এই চাঞ্চল্যকর ঘটনাটি সংঘটিত হয় রবিবার রাতে বড়খালার কচুখালে। খুন হওয়া ৩৫ বছর বয়সী যুবকের নাম শিমস সম্পলি। তার বাড়ি কতকাল বস্তি এলাকায় জানা গেছে।

বড়খলা থানা অধীন কচুখাল পাথর কুয়ারির এলাকায় নিজের পরিবারে লোকজন নিয়ে বনভোজনের গিয়েছিলেন। সূত্রে জানা গেছে, মানসিক বিকারগ্রস্ত একজন ব্যক্তি দা নিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। স্থানীয় জনগণ ঘটনাটি দেখে সঙ্গে সঙ্গে বড়খলা থানায় খবর দেওয়া হয়। বড়খলা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজের মর্গে পাঠায়।

মানসিক ভারসাম্যহীন ব্যক্তির দায়ের কোপে মৃত্যু যুবকের বড়খলায়
মানসিক ভারসাম্যহীন ব্যক্তির দায়ের কোপে মৃত্যু যুবকের বড়খলায়
Spread the News
error: Content is protected !!