মুখ্যমন্ত্রীর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের জায়গায় মৃতদেহ উদ্ধার

মুখ্যমন্ত্রীর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের জায়গায় মৃতদেহ উদ্ধার

বরাক তরঙ্গ, ২৬ জানুয়ারি : ডিব্রুগড়ে মুখ্যমন্ত্রীর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের জায়গায় মৃতদেহ উদ্ধার হল। এ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। রবিবার মুখ্যমন্ত্রীর আগমনের আগে নিরাপত্তা নিশ্চিত করতে কাছের একটি নর্দমায় তল্লাশির সময় পুলিশ এবং অনুসন্ধানকারীদের একটি দল মৃতদেহটি উদ্ধার করে।

পরে মৃতদেহটি নির্মালি গ্রামের যুবক রঞ্জু কটকি (২৬) বলে শনাক্ত করা হয়। এই স্থানে কিভাবে এই যুবকের লাশ পাওয়া গেল তা নিয়ে মানুষের মধ্যে তুমুল বিতর্ক রয়েছে। নিহতের পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করলে ঘটনাটি জানা যায়। নিহতের পরিবার মৃতদেহ থেকে উদ্ধার হওয়া জিনিসপত্র থেকে যুবককে রঞ্জু কটকি বলে নিশ্চিত করেছে।

ডিব্রুগড়ের মানকাটা রোডে টেলিভিশন স্টেশনের কাছে একটি নর্দমায় মৃতদেহটি পাওয়া গেছে। মৃতদেহটি প্রদীপ কাটকির ছেলে রঞ্জু কাটকির। যুবকটি দুর্গাপূজা নবমীর পর থেকে নিখোঁজ ছিল। অতিরিক্ত মদ্যপান করে একটি ফাস্টফুডের দোকানের বেঞ্চে শুয়ে ছিল। সেখানে নর্দমটি উন্মুক্ত ছিল। হয়তো নালায় পড়ে মৃত্যু ঘটে এমন ধারনা করা হচ্ছে।

মুখ্যমন্ত্রীর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের জায়গায় মৃতদেহ উদ্ধার
মুখ্যমন্ত্রীর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের জায়গায় মৃতদেহ উদ্ধার

Author

Spread the News