বরাক তরঙ্গ, ১৫ ডিসেম্বর : আগামী বছর অসম বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। টানা তৃতীয়বার রাজ্যের শাসনক্ষমতায় আসার লক্ষ্য নিয়ে ব্যাপক প্রস্তুতি ও প্রচার চালিয়ে যাচ্ছে বিজেপি। উজান অসম থেকে নামনি অসম, উত্তর অসম থেকে বরাক উপত্যকা—সব জায়গাতেই বিজেপির নেতা-কর্মীরা সাধারণ মানুষের সমর্থন আদায়ে সক্রিয় হয়ে উঠেছেন। গত প্রায় ১০ বছরের শাসনকালে বিজেপি সরকার অসমে কী কী পরিবর্তন এনেছে, তার বিস্তারিত হিসােব জনগণের সামনে তুলে ধরা হচ্ছে। পাশাপাশি সামাজিক মাধ্যমেও চলছে লাগাতার প্রচার।
এরই মধ্যে আগত অসম বিধানসভা নির্বাচনের জন্য দলীয় তত্ত্বাবধায়ক ও সহকারী তত্ত্বাবধায়ক নিয়োগ করেছেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা। বিজেপির জাতীয় সম্পাদক অরুণ সিংয়ের স্বাক্ষরিত এক নির্দেশিকায় জানানো হয়েছে যে, ২০২৬ সালে অনুষ্ঠিত হতে চলা অসম বিধানসভা নির্বাচনের জন্য একজন তত্ত্বাবধায়ক ও দুইজন সহকারী তত্ত্বাবধায়ক নিয়োগ করা হয়েছে।
নির্দেশিকা অনুযায়ী, বিজেপির জাতীয় সহ-সভাপতি ও সাংসদ বৈজয়ন্ত জয় পাণ্ডাকে অসম বিধানসভা নির্বাচনের জন্য দলের তত্ত্বাবধায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে। পাশাপাশি সহকারী তত্ত্বাবধায়ক হিসেবে নিয়োগ পেয়েছেন জম্মু-কাশ্মীরের বিজেপি বিধায়ক সুনীলকুমার শর্মা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দর্শনা বেন জারদোশ।


