শিলচর মেডিক্যালে রোগীর শরীরে ধরা পড়ল কোভিড
আগের চেয়ে দুর্বল, তবে নিয়মনীতি মেনে চলার পরামর্শ অধীক্ষকের_____
বরাক তরঙ্গ, ১৮ জানুয়ারি : শিলচরে ধরা পড়ল নতুন ভ্যারিয়েন্টের কোভিড। শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক বৃদ্ধার শরীরে কোভিড পজেটিভ ধরা পড়েছে। গত এক সপ্তাহ ধরে ওই বৃদ্ধা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে তিনি কিডনি, লিভার সহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মেডিক্যালে চিকিৎসার জন্য ভর্তি হয়ে ছিলেন। এরমধ্যে কোভিডে আক্রান্ত হয়েছেন ওই মহিলা বলে জানান শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপারিনটেন্টডেন্ট প্রফেসর ডাঃ দেবাকুমার চক্রবর্তী।
তিনি আরও বলেন, এবারের করোনা ভাইরাস আগের চেয়ে দুর্বল, ধীরে ধীরে রূপধারণ করবে না বলে কি বিশ্বাস। তবে করোনাকালীন সময়ে যে নিয়ম নীতি মেনে যুদ্ধ করে করোনা থেকে বেঁচেছি আমরা তাই একইভাবে নিয়মিত হাত ধুয়া ও মাস্ক ব্যবহারের পরামর্শ দেন ডাঃ চক্রবর্তী। তিনি বলেন, ওই মহিলা শীঘ্রই কোভিড থেকে মুক্ত হবেন। একই সঙ্গে তার আনুষাঙ্গিক রোগগুলো চিকিৎসা নিয়মিতভাবে চলবে বলেও জানান তিনি।
প্রতিবেদক : হিফজুর রহমান, শিলচর।