লক্ষীপুরে দু’টি বাইকের মুখোমুখি, হত এক
কেএইচ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ৬ আগস্ট : দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ঘটল এক ব্যক্তির। মঙ্গলবার এই মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয়েছে। হত ব্যক্তি সকত আলি (৫৯)। বাড়ি লক্ষীপুরের সাপরময়না গ্রামে।
ঘটনাটি ঘটনাটি ঘটেছে লক্ষীপুর থানা এলাকার চিরিপার গ্রামে পালোরবন্দ লক্ষীপুর পূর্ত সড়কে। প্রয়াত সকত আলি করিমগঞ্জের বদরপুর বিদ্যুৎ বিতরণ বিভাগের কর্মরত ছিলেন। মঙ্গলবার সকালে বদরপুর কর্মস্থলে যেতে বাড়ি থেকে বেরিয়েছিলেন। মাত্র তিন কিলোমিটার যেতে না যেতেই পালোরবন্দ থেকে লক্ষীপুরগামী একটি দ্রুতবেগী বাইক সজোরে ধাক্কা মারে। সেই বাইকে চালক সহ তিনজন যুবক ছিল। তাদের অল্পবিস্তর জখম হয়েছে বলে জানা যায়। তবে সকত আলির জখম মারাত্মক ছিল। তাঁকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় লক্ষীপুর প্রাথমিক হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসকরা তাঁকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে পৌছার পর কর্তব্যরত চিকিৎসক সকত আলিকে মৃত ঘোষণা করেন। তাঁর পরিবারে রয়েছে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে। এ দুর্ঘটনায় মৃত্যুর খবর এলাকায় পৌঁছলে শোকের ছায়া নেমে আসে।