জিরিবামে শরণার্থীদের বাড়িতে পাঠালো আসাম রাইফেলস

বরাক তরঙ্গ, ৬ আগস্ট : জিরিবামের মৈতেই ত্রাণ শিবিরে থাকা শরণার্থীদের বাড়িতে পাঠালো আসাম রাইফেলস। গত ৬ জুন থেকে মনিপুরের জিরিবাম এলাকায় উত্তেজনাময় পরিবেশ সৃষ্টি হয়েছিল। ফলে আতঙ্কে পড়ে মানুষ সুরক্ষিত স্থানে আশ্রয় গ্রহন করতে বাধ্য হন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় চিংডং লেইকাই প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া মৈতেই মানুষকে মঙ্গলবার সন্ধ্যায় মনবুং গ্রামে থাকা নিজের বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়।

জিরিবামে শরণার্থীদের বাড়িতে পাঠালো আসাম রাইফেলস

এদিন ২৬ জন পুরুষ, ৪৫ জন মহিলা ও ৬২ জন শিশু সহ মোট ১৩৩জন শরণার্থীকে গ্রামে ফেরৎ পাঠানো হয়েছে। গত ১আগস্ট আয়োজিত শান্তি চুক্তি এলাকায় শান্তির পথ প্রশস্ত করায় মঙ্গলবার সন্ধ্যায় আসাম রাইফেলস, সিআরপিএফ ও জিরিবাম পুলিশের সমন্বয়ে কড়া নিরাপত্তার মাধ্যমে স্থানীয় শরণার্থীদের নিজ নিজ বাড়িতে পাঠানো হয়েছে।

জিরিবামে শরণার্থীদের বাড়িতে পাঠালো আসাম রাইফেলস

Author

Spread the News