বরাকে এক হাজার চারা রোপণের কর্মসূচি হাতে নিল রাষ্ট্রীয় মুসলিম মঞ্চ
বরাক তরঙ্গ, ৬ আগস্ট : প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর বৃক্ষ রোপন করার আহ্বানে সাড়া দিয়ে বরাকের তিন জেলায় প্রায় এক হাজার গাছের চারা রোপণের কর্মসূচী হাতে নিয়েছে রাষ্ট্রীয় মুসলিম মঞ্চ। এদিন মঞ্চের উপ সভাপতি এমএম হানিফ লস্কর সাংবাদিক সন্মেলনে কর্মসূচির ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গাছের যত্ন নিতে জনগণের কাছে আহ্বান জানান তিনি।
এদিনের সাংবাদিক সন্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হিবজুর আহমেদ লস্কর, বুরহান উদ্দিন, ফারহানা আক্তার লস্কর, সাজিদা আক্তার মজুমদার, দিলোয়ার আহমেদ লস্কর, মিসবাউর রহমান লস্কর, আবু সাহিদ, এনায়েতুল্লা লস্কর, লিটন চৌধুরী সহ অন্যান্যরা।