বরাক তরঙ্গ, ২১ জানুয়ারি : হাইলাকান্দি জেলার কৃষ্ণপুর এলাকার এক যুবক ডিজিটাল প্রতারকের ফাঁদে পড়ে সর্বস্ব হারিয়েছেন। অপরিচিত ব্যক্তির ফোন কলের মাধ্যমে প্রতারণার শিকার হয়ে ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮৫ হাজার টাকা খোয়া যায় তাঁর। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রতারণার শিকার যুবকের নাম রুবুল আলম বড়ভূইয়া।
জানা গেছে, গত ১৯ জানুয়ারি সোমবার বিকাল আনুমানিক সাতটা নাগাদ রুবুল আলমের মোবাইলে এক অজ্ঞাত ব্যক্তি ফোন করেন। ফোনে তিনি জানান, ভুলবশত রুবুল আলমের ফোন-পে অ্যাকাউন্টে ৮৫ হাজার টাকা পাঠানো হয়েছে। ওই টাকা ফেরত নেওয়ার অজুহাতে রুবুল আলমকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। এরপর ওই ব্যক্তি হোয়াটসঅ্যাপে ৮৫ হাজার টাকার একটি স্ক্রিনশট পাঠান। স্ক্রিনশট দেখে রুবুল আলম নিজের ফোন-পে অ্যাকাউন্ট চেক করে সত্যিই টাকা দেখতে পান। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তিনি ওই ব্যক্তিকে ফের কল করেন। তখন প্রতারক জানান, ‘সায়না বেগম’ নামে একজনের ফোন-পে স্ক্যানার পাঠানো হবে। কিছুক্ষণের মধ্যেই হোয়াটসঅ্যাপে ওই স্ক্যানার পাঠানো হয়। তবে স্ক্যান করে টাকা পাঠানোর চেষ্টা করলে লেনদেন সম্পন্ন হয়নি।

পরে ফের ফোন করে প্রতারক জানায়, স্ক্যানারে টাকা যাচ্ছে না, তাই দশ হাজার টাকা করে পাঠাতে হবে। প্রতারকের কথায় বিশ্বাস করে রুবুল আলম প্রথমে দশ হাজার টাকা পাঠান, যা সঙ্গে সঙ্গে কেটে যায়। এরপর তিনি নিজের অন্য একটি অ্যাকাউন্ট থেকে আরও পাঁচ হাজার টাকা পাঠান।
কিছু সময় পর রুবুল আলম লক্ষ্য করেন, তাঁর ফোন-পে ও ব্যাংক অ্যাকাউন্ট সম্পূর্ণ খালি হয়ে গেছে। এক টাকাও অবশিষ্ট নেই। প্রতারক কৌশলে পুরো অ্যাকাউন্ট শূন্য করে দিয়েছে।
সব টাকা খোয়া যাওয়ার বিষয়টি বুঝতে পেরে রুবুল আলম মানসিকভাবে ভেঙে পড়েন। কীভাবে এমন প্রতারণা ঘটল, তা বুঝে উঠতে না পেরে তিনি আইনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন। ইতিমধ্যে তিনি সাইবার ক্রাইম বিভাগে একটি মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।



