নবজাতকের দেহ নিয়ে টানাটানি কুকুরের, চাঞ্চল্য ভবানীপুরে

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ১৬ ফেব্রুয়ারি : কুকুরে খুবলে খাওয়া নবজাতকের দেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ধলাই থানা এলাকার কুলিছড়া ভবানীপুরে এমন এক ন্যাক্কারজনক ঘটনা ঘটল। যা গোটা সমাজকে লজ্জিত করেছে। শনিবার রাত সাড়ে দশটার দিকে প্রকাশ্যে আসে। রাতে গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন ব্যক্তি একটি কুকুর কী একটা নিয়ে টানাটানি করতে দেখেন। কৌতূহলী হয়ে কাছে গিয়ে তিনি যা দেখেন তাতে তার আত্মা কেঁপে ওঠে। একটি নবজাতকের দেহ নিয়ে টানাটানি করছে কুকুর। মুহূর্তেই খবরটি এলাকায় ছড়িয়ে পড়ে।

ঘটনাটি জানাজানি হতেই এলাকায় হইচই পড়ে যায়। জনতা ঘটনাস্থলে ভিড় করে। অনেকেই ছবি তোলেন। ছবিতে দেখা যায় কুকুরটি শিশুটির দেহের একটি বড় অংশ খেয়ে ফেলেছে।

স্থানীয়দের অনুমান, নবজাতকটি সম্ভবত কোনও কুমারী মায়ের সন্তান। মুখ লজ্জায় গর্ভের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই গর্ভপাত ঘটিয়ে নবজাতককে নির্জন স্থানে ফেলে দেওয়া হয়েছিল। স্থানীয়রা এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নবজাতকের দেহ উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

নবজাতকের দেহ নিয়ে টানাটানি কুকুরের, চাঞ্চল্য ভবানীপুরে
নবজাতকের দেহ নিয়ে টানাটানি কুকুরের, চাঞ্চল্য ভবানীপুরে

Author

Spread the News