নাবালিকা ধর্ষণকাণ্ডে অবশেষে গ্রেফতার দুই অভিযুক্ত

বরাক তরঙ্গ, ১৯ ফেব্রুয়ারি : পুলিশের জালে ধরা পড়ল নাবালিকা ধর্ষণ মামলায় অভিযুক্ত দুই যুবক। ফটিকরায় থানার পুলিশের তৎপর অভিযানে বুধবার তরুনীনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে রাজেশ সরকার ও সেবক দাসকে।

ফটিকরায় থানার ওসি পার্থ নাথ ভৌমিক জানিয়েছেন, চলতি বছরের ২৬ জানুয়ারি এক নাবালিকার পরিবারের পক্ষ থেকে থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পরই পুলিশ তদন্ত শুরু করে। কিন্তু অভিযুক্তরা গা ঢাকা দিয়ে থাকায় এতদিন তাদের নাগাল পাওয়া যাচ্ছিল না। অবশেষে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে দু’জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।এই চাঞ্চল্যকর ঘটনায় ফটিকরায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।ধৃতদের আদালতে পাঠানো হয়েছে।

নাবালিকা ধর্ষণকাণ্ডে অবশেষে গ্রেফতার দুই অভিযুক্ত
নাবালিকা ধর্ষণকাণ্ডে অবশেষে গ্রেফতার দুই অভিযুক্ত

Author

Spread the News