উমরাংশু কয়লা খনি : ৪৫ দিন পর আরও একটি মৃতদেহ উদ্ধার

বরাক তরঙ্গ, ১৯ ফেব্রুয়ারি : ৪৫ দিন পর উমরাংশু তিন কিলো কালামাটি এলাকার অসম কয়লা খনিতে নিখোঁজ আরও এক শ্রমিকের দেহ উদ্ধার হল। বুধবার এনডিআরএফ ও এসডিআরএফ মৃতদেহি উদ্ধার করে। এ নিয়ে পাঁচ শ্রমিকের দেহ উদ্ধার হয়। ডিমা হাসাও জেলার উমরাংশু তিন কিলো কালামাটি এলাকায়  অসম কয়লা খনিতে গত ৬ জানুয়ারি বিপর্যয়ে নিখোঁজ হয়েছিলেন নয়জন শ্রমিক। প্রথম তিন-চার দিনে খনিতে এনডিআরএফ এসডিআরএফ, নৌ-সেনা উদ্ধার অভিযান চালিয়ে চারজনের দেহ বের করে নিয়ে আসে। বাকি পাঁচজনের কোনও হদিশ মেলেনি। নৌ-সেনা ও সেনাবাহিনী অবশেষে মাঝপথে অভিযান বন্ধ রেখে ফিরে গেলেও এনডিআরএফ এসডিআরএফ অব্যাহত রাখে। দীর্ঘ ৪৫ দিন পর বুধবার এক শ্রমিকের দেহ উদ্ধার করে। তবে শ্রমিকের পরিচয় পাওয়া যায়নি।

উল্লেখ্য, এ ঘটনায় মৃত্যু হওয়া শ্রমিকদের পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে এককালীন ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে। তাছাড়া উমরাংশু অসম কয়লা খনিতে অবৈধ কয়লা খননের অভিযোগে পুলিশ ইতিমধ্যে ১১ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।

উমরাংশু কয়লা খনি : ৪৫ দিন পর আরও একটি মৃতদেহ উদ্ধার
উমরাংশু কয়লা খনি : ৪৫ দিন পর আরও একটি মৃতদেহ উদ্ধার

Author

Spread the News