একদিনের ব্যবধানে ফের কেঁপে উঠল নেপাল, আতঙ্ক

একদিনের ব্যবধানে ফের কেঁপে উঠল নেপাল, আতঙ্ক

২৪ অক্টোবর : একদিনের ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। দশমীর সকালে হঠাত করে প্রবল কম্পন সে দেশে অনুভূত হয়েছে বলে খবর। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.১ ছিল বলে জানা যাচ্ছে। একদিন আগে অর্থাৎ রবিবার কাঠমান্ডু উপত্যকায় রিখটার স্কেলে ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত আনে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার ভূমিকম্পে কেঁপে উঠায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে নেপালে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানাচ্ছে, ভারতীয় সময় চারটে ১৭ মিনিটে এই ঝটকা অনিভুত হয়। ভুপৃষ্ট থেকে ১০ কিলোমিটার গভীরেই কম্পনের উত্‍সস্থল বলে জানাচ্ছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি।

Author

Spread the News