বরাক তরঙ্গ, ১৮ ডিসেম্বর : রাতাবাড়ি বিধায়ক বিজয় মালাকারের নাগরিকত্ব সংক্রান্ত বিষয়ে গৌহাটি হাইকোর্টে গুরুত্বপূর্ণ শুনানি অনুষ্ঠিত হয়েছে। আদালতে বিজয় মালাকারকে তাঁর নাগরিকত্বের প্রমাণপত্র দাখিল করতে হবে। এ জন্য বিজেপি বিধায়ককে ৪ সপ্তাহ সময় বেঁধে দিয়েছে আদালত।
২০০৫ সাল পর্যন্ত ভারতের কোনও ভোটার তালিকায় তাঁর নাম ছিল না। ২০০৫ সালে প্রথমবার ভোটার তালিকায় বিজয় মালাকারের নাম অন্তর্ভুক্ত হয়। ২০১৯ সালের উপনির্বাচনে তিনি রাতাবাড়ি কেন্দ্র থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন বিজয় মালাকার।
বিজয় মালাকারের মা-বাবার নাম কোনো ভোটার তালিকায় নেই। একই সঙ্গে বিধায়ক বিজয় মালাকারের কাছে রয়েছে দু’টি ভোটার আইডি। ২০১৯ সালের উপনির্বাচনের হলফনামায় তিনি DML0162206 নম্বরের ভোটার কার্ড জমা দেন। আর ২০২১ সালের নির্বাচনে তিনি HQV0575910 নম্বরের ভোটার কার্ড দাখিল করেন। এর পর থেকেই বিজয় মালাকারের নাগরিকত্ব নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করে।


