হাইলাকান্দির অসুস্থ মওলানাকে আর্থিক সাহায্য ও খাদ্য সামগ্রী প্রদান কৈলাসহরের ইমামদের

বরাক তরঙ্গ, ২৩ সেপ্টেম্বর : উত্তরপূর্ব ভারতের বিশিষ্ট ইসলামি বক্তা হাইলাকান্দি কুছিলার বাসিন্দা মওলানা-কারি সালেহ আহমদে দীর্ঘদিন থেকে ক্যান্সার রোগে আক্রান্ত শয্যাশায়ী হয়ে রয়েছেন। এই দুঃসময়ে পাশে দাঁড়ালেন ত্রিপুরায় কৈলাসহরের কয়েকজন ইমাম। সামাজিক মাধ্যমে খবর পেয়ে ইমামদের এক প্রতিনিধি দল হাইলাকান্দি পৌঁছেন। শনিবার তাঁরা হাইলাকান্দি কুছিলা গ্রামে মওলানার বাড়িতে গিয়ে শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেয় প্রতিনিধি দল। মওলানার হাতে চিকিৎসার জন্য চল্লিশ হাজার টাকা এবং পরিবারের জন্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী অর্থাৎ তেল, দুধ, চা-পাতা, বিস্কুট ইত্যাদি তুলে দেন। প্রতিনিধি দলে ছিলেন কৈলাসশহর টাউন জামে মসজিদের খতিব হাফেজ আব্দুল জলিল, কুবঝার মসজিদের ইমাম মওলানা শফিকুর রহমান বক্স, মাজনবাড়ি মসজিদের ইমাম মওলানা কাউসার হোসাইন, ডেপাছরা মসজিদের ইমাম মওলানা আকমল হোসাইন ও টিলাবাজার জামে মসজিদের ইমাম মোহাম্মদ আব্বাস আলি আল জালিলি।

হাইলাকান্দির অসুস্থ মওলানাকে আর্থিক সাহায্য ও খাদ্য সামগ্রী প্রদান কৈলাসহরের ইমামদের

মোহাম্মদ আব্বাস আলি জানান, সামাজিক মাধ্যমে খবরটি পাওয়ার পর তাঁরা সত্যতা যাচাই করে এক আলোচনা সভায় মিলিত হন। সভার সিদ্ধান্ত মতে তাঁরা হাইলাকান্দি পৌঁছে অসুস্থ মওলানার শারীরিক অবস্থার খোঁজখবর ও কিছু আর্থিক সাহায্য করেন। কৈলাসহরের বিভিন্ন প্রান্তের নাগরিকবৃন্দ আমাদের হাতে তাদের দান তুলে দিয়েছেন। তিনি এও জানান, আজ উত্তর পূর্ব ভারত এমারতে শরীয়াহ ও নদওয়াতুত তামিরে কেন্দ্রীয় সভাপতি তথা উত্তর পূর্ব ভারতের আমিরে শরিয়ত মওলানা ইউসুফ আলির সঙ্গে দেখা করেন। এবং সংগঠনের তরফ থেকে অসুস্থ মওলানাকে আর্থিক সাহায্য করার জন্য আর্জি রাখেন।

Author

Spread the News