দক্ষিণ কৃষ্ণপুরে অনুষ্ঠিত ইমাম সম্মেলন, নয়া কমিটি গঠন

বরাক তরঙ্গ, ৭ অক্টোবর : সুষ্ঠ ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হল বরাক ইমাম কাউন্সিলের কাছাড় জেলা সম্মেলন। শনিবার দক্ষিণ কৃষ্ণপুর এক বিবাহ ভবনে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন মসজিদের ইমামরা মন খুলে কথা বলেন। এতে তাঁরা বিভিন্ন দিক তুলে ধরে আলোকপাত করেন। বরাক ইমাম কাউন্সিলের কার্যকরী সভাপতি হাফিজ আব্দুল হকের পৌরহিত্যে এনিয়ে অনুষ্ঠিত সম্মেলনে ইমামদের সুবিধার্থে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য পেশ করতে গিয়ে আহলে সুন্নতের মুখ্য উপদেষ্টা তথা বিশিষ্ট ইসলামিক পণ্ডিত মওলানা সারিমুল হক লস্কর বলেন, কম বেতনে দ্বীনি ও সমাজের জন্য কাজ করে যাচ্ছেন ইমামরা। তাই ইমামদের প্রতি সুনজর দিতে সকলের কাছে আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিজিমের মওলানা সৈয়দ হিফজুর রহমান মিশকাত ইমামদের সমস্যা দূর করতে তিনি সচেষ্ট থাকবেন এবং সবসময় তাঁর পক্ষ থেকে সবধরনের সহযোগিতা করে যাবেন বলে আশ্বাস দেন। বরাক ইমাম কাউন্সিলের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে মওলানা নাজির হোসেন মজুমদার জানান, সম্মানিত পেশার ইমামদের অসুবিধার বিরুদ্ধে মোকাবেলা করতে এই সংগঠন কাজ করে যাবে।

দক্ষিণ কৃষ্ণপুরে অনুষ্ঠিত ইমাম সম্মেলন, নয়া কমিটি গঠন

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন রংপুরের মওলানা মহি উদ্দিন, শিক্ষাবিদ সাব্বির আহমেদ চৌধুরী, বাগপুরের মওলানা সাবির হোসেন চৌধুরী, সোনাই আলিয়া মাদ্রাসার মহদ্দিস মওলানা নাসির উদ্দিন, এম মকসুদ আহমেদ বড়ভূইয়া সহ অন্যরা। অনুষ্ঠানের শেষ লগ্নে নবগঠিত কাছাড় জেলা কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে মওলানা মঞ্জুরুল হক, কার্যকরী সভাপতি মওলানা জাবির হোসেন ও হাফিজ সাহারুল ইসলামকে সাধারণ সম্পাদক মনোনীত করে ৫১ জন সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।
প্রতিবেদক : বাপন লস্কর, সোনাই।

Author

Spread the News