রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২০ নভেম্বর : শিলচর থেকে অবৈধ অর্থলগ্নিকারীকে গ্রেফতার করল পুলিশ। এক ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে সুমন নাথ নামে অবৈধ অর্থলগ্নিকারীকে বুধবার রাতে গ্রেফতার করে মালুগ্রাম ফাঁড়ির পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতে পেশ করে পুলিশ। বৈধ লাইসেন্স ছাড়াই অত্যধিক সুদের হারে ঋণ দেওয়া এবং দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও হুমকি-ধমকির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
অভিযোগ অনুযায়ী, ২০১৯ সালে পরিবারের আর্থিক সঙ্কটের সুযোগে সুমন নাথ ভুক্তভোগীর কাছ থেকে ৫ শতাংশ মাসিক সুদে ১ লাখ টাকা ধার দেন এবং চাপ সৃষ্টি করে এটিএম কার্ড, পিন নম্বর, সই করা ব্ল্যাঙ্ক চেক ও সাদা কাগজ নিজের দখলে নেন। গত পাঁচ বছরে পরিবারটি প্রায় ৫ লাখ টাকা পরিশোধ করলেও অভিযুক্ত অবৈধভাবে আরও অর্থ দাবি করে নিয়মিত ভয়ভীতি দেখায় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। পরবর্তীতে ব্ল্যাঙ্ক চেকের অপব্যবহার করে তিনি একটি মিথ্যা চেক বাউন্স মামলাও করেন, যার ভয় দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে ১ লক্ষ ৮০ হাজার টাকা আদায় করেন। অভিযোগের ভিত্তিতে মালুগ্রাম পুলিশ অভিযুক্তের মোবাইল ফোন ও ল্যাপটপ বাজেয়াপ্ত করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে এবং তদন্ত শুরু করেছে।


