অঙ্গনওয়াড়ি কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করলে আইনের দ্বারস্থ হব : ত্রয়বাসী

বরাক তরঙ্গ, ৪ জানুয়ারি : কাটিগড়ায় আইসিডিএস প্রকল্পে দুর্নীতি সংঘটিত হচ্ছে, এমন অভিযোগ উত্থাপন করেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য ত্রয়বাসী দাস। খেলমা গ্রাম পঞ্চায়েত এলাকায় দাড়িয়ে তিনি আক্ষেপের সুরে বলেন, গত ২ জানুয়ারি খেলমা জিপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছিল বিকশিত ভারত সংকল্প যাত্রা শীর্ষক সভা। ওই সভায় আইসিডিএস প্রকল্পে দুর্নীতির কথা তুলে ধরেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই রাতেই প্রকল্পের সুপারভাইজার নিজের ওয়ার্কারদের ভয়েস মেসেজে কড়া ভাষায় পরদিন সকাল দশটার মধ্যে কার্যালয়ে উপস্থিত হতে নির্দেশ দেন। পরদিন অর্থাৎ ৩ জানুয়ারি যথারীতি ওয়ার্কাররা কার্যালয়ে পৌঁছালে তাদের মধ্যে একাংশের সঙ্গে সুপারভাইজার নাকি দুর্ব্যবহার করেছেন বলে জানতে পারেন জিপি সভানেত্রী শুক্লা চৌধুরীর স্বামী তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্য ত্রয়বাসী দাস।

তাঁর কথায়, আইসিডিএস প্রকল্পে যে দুর্নীতি সংঘটিত হচ্ছে, প্রকল্পের কমিটির সভাপতির কাছ থেকে তিনি এমন অভিযোগ পেয়েছেন। এসব বিষয়ে কোনো কর্মী কিছুই জানায়নি তাকে। তাই এনিয়ে আগামীতে কোনো কর্মীর সঙ্গে দুর্ব্যবহার কিংবা শাসিয়ে কথা বললে কমিটির সভাপতিদের সঙ্গে নিয়ে জেলা আয়ুক্তের কাছে অভিযোগ জানানোর পাশাপাশি আইনের দ্বারস্থ বলেন সাফ জানান ত্রয়বাসী দাস।
প্রতিবেদক : অনিতা পাল, কাটিগড়া।

Author

Spread the News