বরাকের দু’টি আসনে জয়ী হলে উন্নয়নের বন্যা হবে : মুখ্যমন্ত্রী

রামকৃষ্ণনগরে মেডিক্যাল কলেজ হাসপাতালের ভূমিপূজা হিমন্তর

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১ মার্চ : করিমগঞ্জের রামকৃষ্ণনগরে ৬০০ কোটি ৭৮ লক্ষ টাকার ব্যয়ে মেডিক্যাল কলেজ হাসপাতালের ভূমিপূজা করলেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। শুক্রবার শিলচরে উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি হেলিকপ্টার যুগে রামকৃষ্ণনগরে পৌঁছান এবং সেখানে গোটা করিমগঞ্জ জেলার জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেন তিনি। করিমগঞ্জে মেডিক্যাল কলেজ নির্মাণ হবে একথা ঘোষণার পর জেলায় স্থান নিয়ে বেশ বিতর্ক সৃষ্টি হয়েছিল, অবশেষে তার অবসান ঘটিয়ে দাবি মতো রামকৃষ্ণনগরে মেডিক্যালের ভূমি পূজা ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মঞ্চ থেকে অসম মালার অধীনে একানব্বই কোটি টাকার রাস্তার কাজের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী শর্মা।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, কংগ্রেসের আমলে হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা দিলেও কাজ হয়নি। তিনি বলেন একথা বললেও আগে কমলাক্ষ খারাপ পেতেন কিন্তু এখন আর পান না। উন্নয়নের স্বার্থে সব রাজনৈতিক দল গুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

বরাকের দু'টি আসনে জয়ী হলে উন্নয়নের বন্যা হবে : মুখ্যমন্ত্রী

তিনি প্রসঙ্গক্রমে বলেন, আসন্ন লোকসভা নির্বাচনে বরাক উপত্যকার দু’টি আসন বিজেপি জয়ী হলে উন্নয়নের বন্যা বইবে। মুখ্যমন্ত্রী বলেন আগামী চার বছর চার বছরের ভেতরে মেডিক্যাল কলেজের কাজ সম্পন্ন হবে এবং তিনি আবার এসে ফিতা কেটে কলেজের উদ্বোধন করবেন। এও বলেন, একইসঙ্গে শনবিলের মাছও খেয়ে যাবেন।

এদিন মুখ্যমন্ত্রী সঙ্গে ছিলেন মন্ত্রী কেশব মহন্ত, পল্লবলোচন দাস, বিজয় মালাকার, কৃষ্ণেন্দু পাল, সিদ্দেক আহমেদ, কমলাক্ষ দে পুরকায়স্থ, দুই সাংসদ কৃপানাথ মালা ও ডাঃ রাজদীপ রায় প্রমুখ।

উল্লেখ্য, ৫১ বছর পর বরাক উপত্যকায় দ্বিতীয় মেডিক্যাল কলেজ হাসপাতাল হবে রামকৃষ্ণনগরের মেডিক্যাল।
    

Author

Spread the News