ভারী বৃষ্টি, ভেঙে পড়ল ছয় তলা ভবন, মৃত্যু সাতজনের

৭ জুলাই : গুজরাটের সুরাটে বহুতল বিপর্যয়ে বাড়ল হতাহতের সংখ্যা। রবিবার ভোরে ধ্বংসস্তূপ থেকে ৭ জনের মৃতদেহ উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা বাহিনী। এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন একাধিক বাসিন্দা। শনিবার দুপুরে ভারী বৃষ্টির মাঝে সচিন পালি গ্রামে একটি ছয় তলা ভবন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেখানে পাঁচটি পরিবার থাকত। কয়েকজন কর্মক্ষেত্রে ছিলেন। বাকিরা ঘুমন্ত অবস্থায় ফ্ল্যাটে ছিলেন। ভবনটি ২০১৭ সালে নির্মিত হয়েছিল। তাতেই জীর্ণ দশা হয়েছিল। নির্মাণে কোনও ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

সুরাটে দমকলের মুখ্য আধিকারিক বসন্ত পারেক জানিয়েছেন, রাতভর জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ চালিয়েছে। ভোর ৬টা পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ৭ জনের মৃতদেহ উদ্ধার করা গেছে। এখনও ৫ জনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। আহত অবস্থায় ১৫ জনকে গতকাল হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।

Author

Spread the News